সোমবার রাজ্যে সপ্তম দফার ভোট। এদিন ৩৪ আসনে মোট ২৬৮ প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। এর মধ্যে ২৩১ জন পুরুষ এবং ৩৭ জন মহিলা কর্মী। এদিকে রাজ্যে কোভিডে ক্রমশ ভয়াবহ পরিস্থিতি। সেকথা মাথায় রেখেই রাজ্য়ের সপ্তম দফা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে থাকা রাজ্য় এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের অতি সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। এবারাও কেন্দ্রীয় বাহিনীর মাঝে কোনও ফাঁক রাখা হচ্ছে না। এই দফায় দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান এবং দক্ষিণ কলকাতায় মোট ৩৪ টি কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন থাকছে মোট ৭৯৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে শুধু নিরাপত্তার দায়িত্বে থাকবে ৬৫৩ কোম্পানি আধাসেনা। সব মিলিয়ে শান্তিপূর্ণ ভোট যাতে হয় এবং কোভিড বিধি যাতে কায়েম থাকে, সেবিষয়ে কড়া নজর রাখছে কমিশন।