পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের অন্তীম পর্ব। বাকি কেবলমাত্র শেষ দফা। অষ্টমদফাতে লক্ষ্য কলকাতা সহ একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্র। তবে আর অপেক্ষা নয়, অএই দিনই ভোটের সব পর্ব মিটিয়ে ফেলতে চায় কমিশন। তাই যোগ হল এবার শীতলকুচি। ২০২১-এর রক্তাক্ত বুথে এইদিনই হবে নির্বাচণ।