পশ্চিমবঙ্গে মোট জনসংখ্যার ২৩% রাজবংশী, মতুয়া, বাউরিদের মতো তফসিলি জাতির লোকজন। এর বাইরে উত্তরে চা বাগানের শ্রমিক, পশ্চিমে জঙ্গলমহলের আদিবাসীরা রয়েছেন।
এই রাজ্যে গত এক দশকে বিজেপির ভোটশেয়ার বেড়েছে নজর কাড়া হারে। ২০১১ সালে তাদের ভোটশেয়ার ছিল মাত্র ৪ শতাংশ, ২০১৬ সালের বিধানসভা ভোটে তা বেড়ে হয় ১০ শতাংশ। ২০১৪ সালের লোকসভা ভোটে বিজেপি পায় ১৭ শতাংশ ভোট আর ২০১৯-এর লোকসভা ভোটে ৪০ শতাংশেরও বেশি।
অর্থনীতিতে এমএ পাশ করা ছেলের এখন ভবিতব্য মাস গেলে আড়াই হাজার টাকার চাকরি। অথচ বাড়িতে স্ত্রী, কন্যা এবং বৃদ্ধ-বাবা-মা। সংসার চলবে কোথায় দিয়ে জানা নেই। কাজ না পাওয়া এমন যুবকের আর্তি হয়তো সপরিবারে একদিন আত্মহত্যাই করতে হবে।