সংক্ষিপ্ত
- লোকসভা নির্বাচন ২০১৯-এর ভোট গণনা চলছে
- আসানসোলে অনেক এগিয়ে গিয়েছেন বাবুল সুপ্রিয়
- মুনমুন সেন বললেন বুক ধড়ফড় করছে
লোকসভা নির্বাচন ২০১৯-এর ভোট গণনা চলছে। আসানসোল আসনে মুখোমুখি লড়ছেন দুই সেলিব্রিটি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ও মুনমুন সেন। আপাতত ৫৯০০০ ভোটে এগিয়ে গিয়েছেন বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়। জয়ের সম্ভাবনা দেখার পরেও বাবুল জানালেন তৃণমূল রিগিং না করলে আরও ভালো ফল হতে পারত।
বাবুলের দাবি, তৃণমূল কতটা রিগিং করতে পেরেছে তার উপরই তাদের ফল নির্ভর করছে। আর তিনি যে ভোটটা পাবেন, তা মানুষের আশীর্বাদ। রবীন্দ্রনাথের 'চিত্ত যেথা ভয়শূন্য...' পঙক্তি একটু পাল্টে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, 'চিত্ত সেথা ভয় শূন্য উচ্চ যেথা শির' - অর্তাত তিনি মাতা উঁচু করে লড়েছেন, তারই ফল পাচ্ছেন।
অপর দিকে তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী মুনমুন সেন বলেন, ফলাফলের ট্রেন্ড কী বলছে তার খবর তিনি রাখেননি। তবে ৫৯০০০ ভোটে পিছিয়ে পড়ার পরেও তিনি আশাবাদর বিষয়ে। কিছুটা অভিমানী তিনি বলেছেন, 'আমি তো জানতাম আমিই জিতব।' খুব টেনশন না থাকলেও তিনি জানান, 'বুকটা একটু ধড়ফড় করছে, একটু'।