ব্রেকিং নিউজ- মদন মিত্রর গাড়ি লক্ষ করে বোমাবাজি। ভাটপাাড়ার কাঁকিনাড়ার ঘটনা। মদন মিত্রের গাড়ির সামনে বোমা মারা হয়। এরপর মদন মিত্র গাড়ি ঘুরিয়ে চলে যান। বোমাবাজির অভিযোগ বিজেপি নেতা অর্জুন সিং-এর অনুগামীদের বিরুদ্ধে। এরপর অর্জুন সিং-এর লোকজন বনাম তৃণমূল কংগ্রেসের লোকেদের মধ্যে ব্যাপক বোমাবাজি চলছে।
- Home
- West Bengal
- West Bengal News
- Live Phase7- ভাটপাড়া উপনির্বাচনে উত্তেজনা, মদন মিত্রর গাড়িতে বোমা নিক্ষেপ
Live Phase7- ভাটপাড়া উপনির্বাচনে উত্তেজনা, মদন মিত্রর গাড়িতে বোমা নিক্ষেপ
)
- আজ দেশের ৮টি রাজ্যের ৫৯টি আসনে লোকসভা ভোট
- এই রাজ্যে ৯টি আসনে ভোটগ্রহণ চলছে
- এই শেষ দফাতেই ভোট হচ্ছে কলকাতা এবং তাঁর শহরতলীগুলিতে
- FB
- TW
- Linkdin
মদন মিত্রের গাড়ির সামনে বোমাবাজি
বেলা ১১টা পর্যন্ত ভোট পড়ল ৩২.০৬ শতাংশ
বেলা ১১টা পর্যন্ত রাজ্যের ৯ বুথে ভোট পড়ল ৩২.০৬ শতাংশ। দমদমে ভোটদানের হার ৩৪.১০%, বারাসতে ভোটদানের হার ৩৬.৯৪%, বসিরহাটে ভোটদানের হার ৩৩.৯০%, জয়নগরে ভোটদানের হার ২৯.৬০%, মথুরাপুরে ভোটদানের হার ৩৪.৯০%, ডায়মন্ড হারবারে ভোটদানের হার ৩৪.৪০%, যাদবপুরে ভোটদানের হার ৩১.০৯%, কলকাতা উত্তরে ভোটদানের হার ২৫.৪১% এবং কলকাতা দক্ষিণে ভোটদানের হার ২৭.৬৯%।
কলকাতায় ভোটগ্রহণে বোমাবাজি
ব্রেকিং নিউজ- কলকাতাায় ২ স্থানে বোমাবাজি, গিরিশ পার্ক ও রবীন্দ্র সরণিতে ভোটগ্রহণ কেন্দ্রের কাছে বোমাবাজি। আতঙ্কে পড়ে যান ভোটদাতারা। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী ও আধা সেনা। ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ থাকে। পরে ফের শুরু হয় ভোটগ্রহণ।
নাকতলায় ভোট দিলেন বসিরহাটের তৃণমূল প্রার্থী নুসরত
ইসলামপুরে বোমাবাজি
ইসলামপুরে উপনির্বাচনে মাদারিপুরে বোমাবাজি, সাংবাদিকদের মারধর, গাড়ি ভাঙচুর। অভিযোগ, সকাল থেকে একদল মানুষ মাদারিপুরে বুথে সামনে জমায়েত করে। ভোটদাতাদের রাস্তা আটকে জোর করে চা-পান করানোর চেষ্টা করে এবং ফুচকা খাওয়ানোর প্রস্তাব দেয়। ভোটদাতাদের বাড়ি ফিরে যেতেও বলা হয়। এই নিয়ে ঝামেলা শুরু হয়। খবর পেয়ে এলাকায় আসে আধা সেনা। কিন্তু, আধা সেনা চলে যেতেই শুরু হয় হামলা।
ভাটপাড়ায় প্রিসাইডিং অফিসারকে ধমক মদনের
ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে বিতর্কে মদন মিত্র। ১০৬ নম্বর বুথে ঢুকে প্রিসাইডিং অফিসারকে ধমক তৃণমূল প্রার্থীর। অভিযোগ, বুথে তৃণমূল এজেন্ট-কে বসতে দেওয়া হয়নি। মদন মিত্র ওই এজেন্ট-কে সঙ্গে করে নিয়ে গিয়ে বুথে বসিয়ে আসেন। সেই সময় প্রিসাইডিং অফিসারকে ধমক দেওয়ার অভিযোগ মদনের বিরুদ্ধে।
তিলজলায় রাহুল সিনহাকে লক্ষ করে অশ্লীল স্লোগান
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এন্টালি বিধানসভা ক্ষেত্রের তিলজলার একটি বুথে ছাপ্পা ভোটের অভিযোগ পান রাহুল সিনহা। বুথ পরিদর্শন করে বেরিয়ে আসার পথে তাঁর নামে চোর হ্যায় বলে স্লোগান দিতে থাকেন তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকরা। তবে, পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে। রাহুল সিনহা শান্তভাবেই এলাকা থেকে বেরিয়ে আসেন।
সকাল ৯টা পর্যন্ত ভোট পড়ল ১৪.১৭ শতাংশ
সকাল ৯টা পর্যন্ত রাজ্যের ৯ বুথে ভোট পড়ল ১৪.১৭ শতাংশ। দমদমে ভোটদানের হার ১৬.৫৭%, বারাসতে ভোটদানের হার ১৪.৭৮%, বসিরহাটে ভোটদানের হার ১৫.৬৭%, জয়নগরে ভোটদানের হার ১১.৪৩%, মথুরাপুরে ভোটদানের হার ১৫.৬৮%, ডায়মন্ড হারবারে ভোটদানের হার ১৩.৩২%, যাদবপুরে ভোটদানের হার ১৭.১১%, কলকাতা উত্তরে ভোটদানের হার ১১.০৮% এবং কলকাতা দক্ষিণে ভোটদানের হার ১১.৯২%।
কার্যত নজরবন্দি অর্জুন সিং
ভাটপাড়া বিদানসভার উপনির্বাচন- কার্যত নজরবন্দি অর্জুন সিং। মদন মিত্রের অভিযোগে পুলিশের নির্দেশে নজরবন্দি অর্জুন সিং। বাড়ি থেকে অযাথা বাইরে বের হতে নিষেধাজ্ঞা জারি অর্জুনের উপরে। ক্ষুব্ধ অর্জুন। পাল্টা হুমকি পুলিশকে। বললেন, 'আমি বের হবই, কার সাহস আছে যে আমাকে আটকায়।'
দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে উত্তেজনা
দার্জিলিং বিধানসভা উপনির্বাচনে ভোটদানে উত্তেজনা। বুথের মধ্যে দেহরক্ষী নিয়ে বিজেপি প্রার্থী নীরজ জিম্বা। এতে আপত্তি মোর্চা কর্মীদের। এই নিয়ে বচসা। রিপোর্ট তলব নির্বাচন কমিশনের।
ডায়মন্ড হারবারে উত্তেজনা
ডায়মন্ড হারবারের নুরপুরের একটি বুথে মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ অধা সেনার বিরুদ্ধে। লাঠি চার্জ করার অভিযোগ। মহিলাদের শাড়ি ছিঁড়ে দেওয়ার অভিযোগ।
যাদবপুরের বিজয়গড় শিক্ষানিকেতন ফর গার্লসে ভোটদান রাহুল সিনহার
বুথের ভিতরে নীতীশকুমার, সামনে এল ছবি
পাটনায় ভোটদান বিহারের মুখ্যমন্ত্রী-র
জলন্ধরের গারহি গ্রামে ভোট দিলেন ভাজ্জি
ভোটদাতা বিজেপি প্রার্থী চন্দ্র বসু
দক্ষিণ কলকাতা লোকসভা ক্ষেত্রে ভোট দিলেন অভিষেক
ভাঙড়ে উত্তেজনা
ভাঙড়ের দক্ষিণ গাজীপুরের ২টি বুথে উত্তেজনা, ভোটদানে বাধা। অভিযোগ তৃণমূল কংগ্রেসের দিকে। জমি-জীবীকা ও বাস্তু রক্ষা কমিটির অভিযোগ বুথের দিকে কাউকে যেতে দিচ্ছে না আরাবুল বাহিনী।
বেলগাছিয়ায় সিপিএম এজেন্টের মাথা ফাটল
বেলগাছিয়া মোড়ের কাছে মনোহর অ্যাকাডেমি-তে সিপিএম এজেন্টকে মেরে মাথা ফাটানোর অভিযোগ। এছাড়াও অন্য কোনও দলের এজেন্টদের বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ আনলেন কলকাতা উত্তরের সিপিএম প্রার্থী কনিনীকা বসু-র।