সংক্ষিপ্ত
দর্শকদের থেকে ভালো ফিডব্যাক আসা সত্ত্বেও মুক্তির দ্বিতীয় সপ্তাহেই ১৭ থেকে নামিয়ে মাত্র ৪ টি হল দেওয়া হলো শ্ৰীমতীকে। এস ভি এফ কে কাঠগোড়ায় তুলে বিস্ফোরক দাবি করলেন স্বস্তিকা।
গতসপ্তাহেই মুক্তি পেয়েছিলো স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত শ্রীমতি। দীর্ঘ বিরতির পর এই ছবিতে অভিনয় করেছিলেন স্বস্তিকা। ছবির প্রচারে কোনো খামতি রাখেননি তিনি। এমনকি মুক্তির পর থেকেই বিভিন্ন হলে ক্রমাগত ভিসিট করেছেন অভিনেত্রী। ছবিটি নিয়ে দর্শকদের প্রতিক্রিয়াও বেশ ভালোই ছিল। কিন্তু তবুও যেহেতু এস ভি এফ এর নতুন ছবি কুলের আচার মুক্তি পেয়েছে শুধুমাত্র সে কারণেই শ্রীমতীর হলের সংখ্যা ১৭ থেকে কমিয়ে মাত্র ৪টিতে এনে দিয়েছে শ্রীমতীর ডিস্ট্রিবিউটর এস ভি এফ। অভিনেত্রী স্বয়ং সোশ্যাল মিডিয়ায় এসভিএফের বিরুদ্ধে এরম অভিযোগ এনেছেন।
শুক্রবার স্বস্তিকা লিখেছেন, 'বাংলা ছবি দেখুন, বাংলা ছবি সাপোর্ট করুন কিন্তু কে কিভাবে করবে ? ডিসট্রিবিউটার যে ছবি চালাতে চাইবে সেই ছবি চলবে, নতুন প্রোডিউসার হলে তাকে কোনরকম জায়গা দেওয়া হবে না, উঠতি ডিরেক্টর হলে তাকে পাত্তা দেওয়ার দরকার নেই। আর নারী কেন্দ্রীক ছবি হলে তো প্রথম থেকেই বাদ এর খাতায়। ভাল সেল হলেও, মানুষ উচ্ছসিত প্রশংসা করলেও, রিভিউ/ফিডব্যাক সব দারুণ হলেও তাতে কি ? হল দেওয়া হবেনা আর দেওয়া হলেও এমন শো টাইম দেওয়া হবে যাতে কেউ না যেতে পারে, সেল তলানি তে ঠ্যাকে এবং তৃতীয় সপ্তাহে ছবি উঠিয়ে দেওয়া যায়। শ্রীমতির কপালেও এটাই হল। 1st week এ ছিল ১৭ টা হল, 2nd week এ দেওয়া হল ৪ টে আর সমস্ত শো টাইম দুপুরে। কে যাবে দুপুর ১২-১ টার সময় সিনেমা দেখতে? কাল PVR Diamond Plaza তে বিকেল ৪.২০ শো তে ১০০ জনের ওপরে দশর্ক ছিলেন কিন্তু তাও আজকে থেকে একটাই শো দুপুরে। কোটি টাকা খরচ করে ছবি বানানো হয় কিন্তু তাকে দুটো week সময় দেওয়া হবেনা। আমাদের distributor SVF (হাত জোর করা ইমোজি) তাদের নিজেদের প্রযোজিত ছবি এল আজ, তাই সব ভাল শো তাদের, এটাই তো হয়ে এসেছে, এটাই হবে। যাক, আপনারা আপিস কামাই করে আর মা-মাসি-দিদা রা সব কাজ ফেলে রেখে দুপুর বেলা শ্রীমতি দেখতে যাবেন না। পরের সপ্তাহে এমনিও উঠিয়ে দেবে ব্যাস বাংলা ছবি কে এইভাবেই বাংলা ছবির ডিসট্রিবিউটার রা সাপোর্ট করবে। শুধু মন দিয়ে অভিনয় করলে হবে ? ছবি চলতে দেবেনা তাই নিয়ে ও যুদ্ধ করতে হবে। করেও কিছু হবেনা। আপনাদের ভালবাসা মনে রাখব, আশীর্বাদ করুন যাতে আরো যুদ্ধ করার জোর পাই।'
আরও পড়ুনঃ
ফেমিনিজম নয় আমার আপনার মতন ঘর বাইরে সামলানো মহিলাদের উদযাপন করার গল্প বলে শ্রীমতি
বিভাজিকা দেখালেই বিতর্ক, প্লাস সাইজে শরীর না ঢেকে স্বচ্ছন্দে পরুন সুইম স্যুট, বার্তা স্বস্তিকার
রূপঙ্কর- লাইভ নিয়ে এবার মুখ খুললেন স্বস্তিকা, গান ছেড়ে অভিনয়ে এসে অভিনেতাদের পেটে লাথি মারছেন রূপঙ্কর নিজেই
প্রসঙ্গত এদিন স্বস্তিকা এসভিএফ প্রযোজিত, বিক্রম, মধুমিতা অভিনীত কুলের আচারের কথা বলতে চেয়েছিলেন। অভিনেত্রীর পোস্টে ক্ষোভ স্পষ্ট। এস ভি এফের বিরুদ্ধে অভিযোগ এটাই প্রথম নয়। এরকম অভিযোগ প্রায়ই আসে তাদের বিরুদ্ধে। এর আগে সুপারস্টার দেবকেও এসভিএফের বিরুদ্ধে একই অভিযোগ করতে শোনা গিয়েছিলো। স্বস্তিকার পোস্টে তিনি সমর্থন পেয়েছেন দর্শকদের। কিন্তু প্রশ্ন এটাই যে তার মতো অভিনেত্রীর ছবিও যদি হল না পায় তবে টলিউডের পতন যে খুব বেশি দূরে নেই তা বলাই বাহুল্য। এমনিও হিন্দি ছবি, হলিউড ছবি, সাউথ ইন্ডিয়ান ছবি আসলে বাংলা ছবিকে জায়গা দেওয়া হয়না সেখানে দাঁড়িয়ে বাংলা ছবি যদি এখন পরস্পরের মধ্যে রেষারেষি করে তবে এই ছোট ইন্ডাস্ট্রি বেশিদিন বাঁচবে না তা বলাই বাহুল্য।