প্রথম মিউজ ভিডিওতে বাজিমাত করলেন অক্ষয় কুমার বিপরীতে ছিলেন কৃতি স্যাননের বোন নূপুর স্যানন সাত দিনে একশো মিলিয়ন ভিউ ভারতে এই প্রথম, অক্ষয়ের মুকুটে নতুন পালক

২০১৯ সালে এক কথায় বলতে গেলে অক্ষয় কুমারের বৃহস্পতি তুঙ্গে। একের পর এক রেকর্ড গড়ে প্রত্যহ খবরের শিরোনামে উঠে আসছেন তিনি। শুরু হয়েছিল কেশরী ছবির মধ্যে দিয়ে। বক্স অফিসে বিস্তর সাফল্যের পর প্রকাশ্যে এসেছিল মিশন মঙ্গল ছবি। সেই ছবি মুক্তির পরই একশো কোটির ক্লাবে নাম লিখিয়েছিল। সেখানেই থেমে থাকা নয়, বরং হাউসফুল ৪ ছবি নিয়ে আবারও দর্শকদের মন জয় করলেন তিনি। ইতিমধ্যেই তা ২০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। প্রকাশ্যে এসেছে তাঁর আগামী তিন ছবিরও নাম। 

Scroll to load tweet…

তবে এবার রেকর্ড গড়লেন তিনি গানের মাধ্যমে। অক্ষয় কুমারের প্রথম মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে মাত্র সাত দিন আগে। মিউজিক ভিডিওর নাম ফিলহাল। এক না পাওয়া সম্পর্কের গল্পই এখানে বলতে দেখা গিয়েছিল অক্ষয় কুমারকে। যেখানে তাঁর বিপরীতে দেখা গিয়েছে কৃতি স্যাননের বোন নূপুর স্যাননকে। মাত্র সাত দিনেই ভিউ ছাড়ালো একশো মিলিয়ন। 

Scroll to load tweet…

খবর প্রকাশ্যে আসা মাত্রই সেলিব্রেশনে মাতলেন তারকা। কারণ এটিই প্রথম ভারতীয় ভিডিও যা সাত দিনে ভিউ পেয়েছে একশো মিলিয়ন। এখ খবর টুইট করে প্রকাশ্যে নিয়ে আনা হয়েছে ওয়ার্ল্ড মিউজিক অ্যাওয়ার্ড-এর তরফ থেকে। ফলে বোঝাই যাচ্ছে একাই বাজিমাত করছেন অক্ষয় কুমার। গুড নিউজ মুক্তির পথে। তারই মাঝে আরও এক গুড নিউজ অপেক্ষায় তা কেই বা জানত।