রাজনীতিতে নেমেছি চামড়া মোটা করেই-সকলকে অল দ্য বেস্ট- বললেন সায়নী

অভিনয়ের জগতের পাশাপাশি এখন রাজনৈতিক জীবনটাও সায়নী ঘোষের প্রচারের আলোয় সর্বদাই রয়েছে। তবে, এর জন্য বিতর্কের বোঝাটাও কম নয়। সবমিলিয়ে এক ঘটনাবহুল চর্চিত জীবনের মাঝেই আবার প্রলয় নিয়ে মুখোমুখি সায়নী।

Share this Video

সুন্দরবন মানে কি- এমন প্রশ্ন করতেই ছুটে এল এক তড়িৎগতির উত্তর। আর উত্তরদাতা সায়নী ঘোষ। যিনি গত কয়েক মাস ধরেই প্রতিটি বাংলা সংবাদমাধ্যম থেকে জাতীয় সংবাদমাধ্যমের শিরোনামের অন্যতম তারকা। ফলে আবার প্রলয়ে তাঁর অভিনয় নিয়ে যেমন আলোচনা ছিল তেমনি তাঁর ব্যক্তিগত জীবনের সঙ্গে জড়িয়ে থাকা রাজনৈতিক জীবনটাও যেন অযাচিতভাবে আলোচনায় চলে আসে। সেখানেও রীতিমতো অলরাউন্ড পারফরম্যান্স দিলেন সায়নী। একদিকে আবার প্রলয়কে যেমন বললেন বাংলা ওটিটি-তে এই মুহূর্তে সবচেয়ে বড় কর্মকাণ্ড, তেমনি রাজনীতির প্রসঙ্গেও সপাটে জবাব- চামড়াটা মোটা করেই রাজনীতিতে এসেছি।

Related Video