Raj Chakraborty Exclusive Interview - আবার প্রলয় - বাংলা ওটিটি-তে এর আগে এত বড় কাজ হয়নি - রাজ
আবার প্রলয়- এবার এক বাংলা ওয়েব সিরিজ নিয়ে এসেছেন রাজ চক্রবর্তী। সুন্দরবনের বুকে নারী পাচার চক্রের কাহিনি নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ।
বাংলা ওয়েব সিরিজে এক নতুন দিশা দেখাতে এসেছে আবার প্রলয়। একান্ত সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন পরিচালক রাজ চক্রবর্তী। সুন্দরবনের বুকে একদিকে বাঘের আতঙ্ক, অন্যদিকে আবার কুমীর, আর এমনই আতঙ্কের পরিবেশে নিদারুণ দারিদ্রের মধ্যে নারী পাচার চক্রের রমরমা। যাকে দমন করতে সেখানে হাজির বিনোদ বিহারী দত্ত ও ইনসপেক্টর অনিমেষ দত্ত। প্রলয় নিয়ে এর আগেও কাজ করেছিলেন রাজ। প্রথমে ছিল সত্য ঘটনা অবলম্বনে প্রলয়ের যাত্রার সূচনা। এরপর প্রলয় নিয়ে এমন একটা জনপ্রিয়তার আঁচ পেয়েছেন রাজ, তাই মাঝে মাঝেই তিনি ফিরে এসেছেন প্রলয় নামে সিনেমা নিয়েও। এবার বাংলা ওটিটি-তে এই প্রলয়ের হাত ধরেই অভিষেক ঘটাচ্ছেন রাজ। আর সেখানেও তিনি আবার প্রলয়-কে হাতিয়ার করেছেন বাংলা ওটিটি-তে ঝড় তুলতে। আবার প্রলয়ে যেমন মূল চরিত্রে যেমন রয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, তেমনি রয়েছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, দেবাশিস মণ্ডল, কৌশানি মুখোপাধ্যায়, সায়নী ঘোষ, সোহিনী সেনগুপ্তরা। এছাড়াও রয়েছে একদল দুরন্ত ছোট ছোট অভিনেতা-অভিনেত্রীরা। যারা আবার প্রলয়ের অন্যতম ইউএসপি বলেও মনে করছেন রাজ। একান্ত সাক্ষাৎকারে শুভশ্রীকেও ধন্যবাদ দিয়েছেন রাজ। কারণ আবার প্রলয়ের প্রযোজক হিসাবে শুভশ্রী যেভাবে সর্বোত সাহায্য করেছেন তা অভাবনীয় বলেই মনে করছেন তিনি।