Mahiya Mahi: ডিভোর্সের ঘোষণা, টিকলো না দ্বিতীয় বিয়েও, কেঁদে ভাসালেন মাহিয়া মাহি

ছেলের বয়স সবে এক বছর। মাত্র আড়াই বছরের মাথাতেই দ্বিতীয় বিয়ে ভাঙলো মাহিয়া মাহির। ফেসবুক ভিডিয়োয় কাঁদলেন নায়িকা। 

Share this Video

ছেলের বয়স সবে এক বছর। মাত্র আড়াই বছরের মাথাতেই দ্বিতীয় বিয়ে ভাঙলো মাহিয়া মাহির। ফেসবুক ভিডিয়োয় কাঁদলেন নায়িকা। শুক্রবার ভিডিয়ো বার্তায় মাহিকে বলতে শোনা গেল, ‘একটা ছাদের নিচে দুটি মানুষ কেন ভালো নেই, সেটা তারাই ভালো জানে। এটা বাইরের থেকে বোঝা যাবে না।’ তিনি জানান, অনেক দিন ধরেই রাকিবের সঙ্গে থাকছেন না, ফারিশকে নিয়ে আলাদা সংসার পেতেছেন। জন্মের পর থেকেই নানান কটূক্তির মুখে পড়েছে মাহির ছেলে। সেই নিয়েও এদিন কান্নাজড়িত গলায় মাহি বলেন, ‘ও হয়তো এখন এসব বুঝতে পারে না; কিন্তু একসময় এসব বুঝবে, তখন নিশ্চয়ই কষ্ট পাবে। দয়া করে এসব করবেন না। আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি।’

Related Video