সংক্ষিপ্ত
মঙ্গলবার ভোররাতে প্রয়াত হলেন অসীমা মুখোপাধ্যায়। জানা গিয়েছে তিনি কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। পারকিনসন্সের সমস্যা ছিল।
প্রয়াত হলেন অসীমা মুখোপাধ্যায়। স্বর্ণযুগের শিল্পী অসীমা মুখোপাধ্যায়ের প্রয়াণে ফের শোকাহত বিনোদন দুনিয়া। কয়েকদিন আগেই প্রয়াত হন চৌরঙ্গী ছবির নায়িকা অঞ্জনা ভৌমিক। ৭৯ বছরে প্রয়াত হয়েছিলেন যীশু সেনগুপ্তের শাশুড়ি। সেই শোকের খবর কাটতে না কাটতেই ফের খারাপ খবর বাংলা বিনোদন জগতে।
মঙ্গলবার ভোররাতে প্রয়াত হলেন অসীমা মুখোপাধ্যায়। জানা গিয়েছে তিনি কয়েক মাস ধরে অসুস্থ ছিলেন। পারকিনসন্সের সমস্যা ছিল। মঙ্গলবার প্রয়াণ হয় অসীমা মুখোপাধ্যায়ের। কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু হয়েছে তাঁর।
অসীমা মুখোপাধ্যায় একাধারে গায়িকা, সুরকার ও প্রযোজক ছিলেন। তিনি চৌরঙ্গী, মেমসাহেব, বাঘবন্দী খেলার মতো ছবি প্রযোজনা করেছেন। তাঁর ছিল অত্যন্ত প্রতিভা। তিনি অভিনেতা পার্থ মুখোপাধ্যায়ের স্ত্রী ছিলেন।
অসীমা মুখোপাধ্যায় অনেকের কাছে উত্তর কুমারের দিদি হিসেবে পরিচিত ছিলেন। অসীমা মুখোপাধ্যায়কে দিদি বলে ডাকতেন উত্তমকুমার। তিনি উত্তম কুমারকে ভাইফোঁটাও দিতেন। একবার এক সাক্ষৎকারে অসীমা মুখোপাধ্যায় বলেছিলেন, প্রতি বছর ভাইফোঁটার দিন উত্তমকুমারের ময়রা স্ট্রিটের বাড়িতে ভাইফোঁটার উপকরণ নিয়ে তিনি পৌঁছে যেতেন। এভাবে পর পর চার পছর ভাইফোঁটা দেন।
সে যাই হোক, মঙ্গলবার ভোর রাতে প্রয়াত হন অসীমা মুখোপাধ্যায়। মাস খানের সুস্থ ছিলেন। তবে, কার্ডিয়াক অ্যারেস্ট্রে প্রয়াত হন শিল্পী।
এদিকে একই দিনে বলিউডে নেমে এসেছে শোকের ছাঁয়া। সোমবার রাত সাড়ে ১২ টা নাগাদ প্রয়াত হন বলিউড তারকা ঋতুরাজ সিং। হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলে অভিনেতা। জনপ্রিয় এই অভিনেতা মাত্র ৫৯ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মুম্বইয়ের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেতা। এভাবে পরের পর খারাপ খবর বিনোদন জগৎ জুড়ে। প্রয়াত হচ্ছেন নামজাদা তারকারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
‘তুমি শুধুই আমার’ সোশ্যাল মিডিয়ায় কাঞ্চনের প্রতি প্রেম জ্ঞাপন শ্রীময়ীর, ভাইরাল হল পোস্ট
প্রয়াত ‘অনুপমা’ খ্যাত অভিনেতা ঋতুরাজ সিং, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত অভিনেতা