সংক্ষিপ্ত

পরিমণির সঙ্গে রাত কাটাতে গিয়ে বিপত্তি! চাকরি গেল পুলিশের, কী বললেন অভিনেত্রী?

মঙ্গলবার বোটক্লাব মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পান পরীমণি। তবে শেষমেষ অভিনেত্রীর জন্য চাকরি হারালেন ঢাকা মহানগরের পুলিশের গোয়েন্দা বিভাগের ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েন।

তবে এই বিষয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। পরীমণি জানিয়েছেন, " সম্পূর্ণ ঘটনাটি বলার মতো পরিস্থিতি এখনও আসেনি। যখন আসবে তখন অবশ্যই বলব। যদি কোনও কিছু নিয়ে আমাকে দোষী করা হয়, তখন অবশ্যই বলব। তা ছাড়া সম্পর্কের বিষয় যদি আসে, এটা তো একজনের ব্যাপার না, দুজনের পক্ষ থেকেই আসে। এখন পর্যন্তও আমাদের সম্পর্কটা তো মানুষের কাছে পরিষ্কার নয়। আমরা প্রেমে ছিলাম, নাকি কী করছি, কোনো কিছুই তো পরিষ্কার নয়। এটা না সাকলায়েনের কাছে জানতে চাওয়া হয়েছে, না আমার কাছে। তাই মনগড়া জিনিস লেখা হয়েছে, জানাজানি হয়েছে। এটা যদি ঠিকঠাকভাবে জানতে হয়, দুই পক্ষ থেকেই জানতে হবে। যেহেতু তার বিষয়েও আমি এখন পর্যন্ত কিছু বলিনি"

২০২১ সালের ১৪ জুন ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন পরীমণি। এদের মধ্যে ছিলেন বোট ক্লাবের তৎকালীন সভাপতি নাসির ইউ মাহমুদ, তুহিন সিদ্দিকী অমি ও অজ্ঞাত পরিচয়ের আরও ৪ জন।

তবে অন্যদিক থেকে পরিমণির বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন বোটক্লাবের সভাপতি তার বিরুদ্ধে মামলাও করা হয়েছে। পরিমণির ওই ধর্ষণের মামলারই তদন্তের ভার দেওয়া হয় গোলাম সাকলায়েনকে। পরীমনিকে নিয়ে রাজারবাগের বাড়িতে গিয়েছিলেন সাকলায়েন এবং সেখানে পরীমনি ও গোলাম সাকলায়েন ১৮ ঘণ্টা সময় কাটান বলেও জানা গিয়েছে।