সংক্ষিপ্ত
যে শহরে বেড়ে ওঠা, খ্যাতি পাওয়া- সেই শহর নিয়েই মন্তব্য করলেন অপর্ণা সেন। বললেন, কলকাতা এখন পাতি মধ্যবিত্তের শহরে পরিণত হয়েছে।
সদ্য মুক্তি পেতে চলেছে অপর্ণা সেনের নতুন ছবি পরমা। যা নিয়ে এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পরিচালিকা-অভিনেত্রী মনের কথা খোলসা করে বলেন। আরজি কর থেকে কলকাতা শহরের বর্তমান অবস্থা- সবই উঠে আসে আলাপচারিতায়।
কদিন আগে আরজি কর ঘটনার প্রতিবাদে রাস্তায় নামতে দেখা গিয়েছেল অপর্ণা সেনকে। তিনি এই নিয়ে এক বিশেষ মন্তব্য় করেন। তিনি বলেন, এমন গণঅভ্যুত্থান হয়নি কখনও। সুতরাং একটা ভালোবাসার জোয়ারও আবার আমার মনে এল নতুন করে। তিনি বলেন, ‘আগে এ শহরের মধ্যে একটা খ্যাপামি ছিল, আমরা যখন ছোট ছিলাম, শহরের মধ্যে এক ধরনের মজা ছিল। একটা বুদ্ধিদীপ্ত ব্যাপার ছিল। … সেই সব চলে গিয়ে পাতি মধ্যবিত্ত, একটা ডেলি সোপের শহর হয়ে গিয়েছে। এটা আমার ভালো লাগে না।’
তেমনই কদিন আগে শহরে ভাইরাল হওয়া চুম্বনের ভিডিও নিয়েও সেই সাক্ষাৎকারে মন্তব্য করেন পরিচালিকা-অভিনেত্রী অপর্ণা সেন। তিনি বলেন, এমন চুমু খাওয়া নিয়ে বা প্রকাশ্যে ঘনিষ্ঠতা নিয়ে আগেও ছুঁতমার্গ ছিল ঠিকই, কিন্তু তা নিয়ে এমন বাড়াবাড়ি ছিল না। তাঁর কথায়, তখনও লোকে আপত্তি করত এসবে কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে সমস্তক্ষণ সকলের এই যে একটা নজরদারি, সোশ্যাল মিডিয়ার দৌলতে একটা বেশি হয়েছে। সকলেই এখন বিচারকের আসনে বসা। এই বিচারকের আসনে বসার কী প্রয়োজন আছে, আমি বুঝতে পারি না। থাকুক না মানুষের মতো।