মুক্তি পেল 'ইতি Memories'এর ট্রেলার, মুখ্য ভূমিকায় সৌম্য মুখার্জী ও তানিকা বসু

সমদর্শী দত্তের পরিচালনায় আসছে এক হৃদয় স্পর্শী ওয়েব সিরিজ 'ইতি Memories', মুক্তি পেল ট্রেলার । মুখ্য ভূমিকায় থাকছে সৌম্য মুখার্জী ও তানিকা বসু ।

Share this Video

মুক্তি পেল 'ইতি Memories' এর ট্রেলার। সমদর্শী দত্তের পরিচালনায় আসছে এক হৃদয় স্পর্শী ওয়েব সিরিজ। মুখ্য ভূমিকায় থাকছে সৌম্য মুখার্জী ও তানিকা বসু। বিয়ের আগে প্রেমিকা আহেরীর আবদারে কলকাতায় আসে মল্লার। আর সেদিনই পথ দুর্ঘটনায় মৃত্যু হয় আহেরীর। স্মৃতি আঁকড়ে জীবনের নতুন জার্নির গল্প বলবে 'ইতি Memories'। ওয়েব সিরিজ টি শীঘ্রই মুক্তি পাবে Klikk অটিটি প্ল্যাটফর্মে। সিরিজ নিয়ে নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিলেন কলাকুশলীরা

Related Video