'হঠাৎ করেই প্লে ব্যাক থেকে অবসর' অরিজিতের সিদ্ধান্ত শুনে থমকে গেলেন জিৎ গঙ্গোপাধ্যায়

জিৎ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় বহু জনপ্রিয় গান গেয়েছেন অরিজিৎ সিং। বাংলা থেকে হিন্দি— ‘তোর এক কথায়’-এর মতো আবেগী গান হোক বা ‘খামোশিয়াঁ’-র মতো বলিউড হিট, দু’জনের যুগলবন্দি বরাবরই শ্রোতাদের মন জিতেছে। তাই অরিজিতের সাম্প্রতিক ঘোষণায় কিছুটা অবাকই হয়েছেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়। সম্প্রতি অরিজিৎ জানান, তিনি ভবিষ্যতে ছবির গানের বাইরে অন্য ধারার সঙ্গীতে বেশি মন দিতে চান। সেই প্রসঙ্গে নিজের অনুমানের কথা জানালেন জিৎ। তাঁর মতে, “আমাদের দেশে শুধু ছবির গানই নয়, লোকগান, কীর্তন, রাগপ্রধান, গজ়ল— অনেক ধরনের সঙ্গীত রয়েছে। কিন্তু আমরা সেগুলো নিয়ে খুব কমই ভাবি। কোনও শিল্পীর যদি মনে হয়, তিনি নন-ফিল্ম মিউজ়িকে মন দেবেন, সেটা করতেই পারেন। তাতেও সঙ্গীতজগতের লাভ হবে।” অরিজিতের কণ্ঠ, গায়কি এবং উচ্চারণের বড় ভক্ত জিৎ।

 দু’জনের সঙ্গে কাজের অভিজ্ঞতা তাঁর কাছে ভীষণই প্রিয়। তাই অরিজিতকে কিছুটা মিস করবেন বলেও স্বীকার করেন তিনি। জিতের কথায়, “ওকে মিস করব বটেই। তবে একজন শিল্পীর নিজস্ব ভাবনা থাকে। ওকে ওর মতো করেই ছেড়ে দেওয়া উচিত। এখন ও নিজেও ছবি তৈরি করছে। সুর করা, প্রোগ্রামিং— সব দিকেই ওর জ্ঞান আছে। নিশ্চয়ই নতুন কিছু ভাবছে।” জিৎ মনে করেন, অরিজিৎ ভীষণ সৃজনশীল মানুষ। এমন মানুষের সব সময় নতুন কিছু খোঁজার তাগিদ থাকে। তাঁর বক্তব্য, “হয়তো ও নতুন কিছু খুঁজছে, যেটা এখন পাচ্ছে না। তাই আবার নতুন করে খোঁজার চেষ্টা করছে। অরিজিৎ খুব সৎ ও স্পষ্টবাদী। 

ওর ভাল লাগা-না লাগা সব পরিষ্কার করে বলে। তাই ও নতুন কোনও কাজ করতে চাইলে আমি স্বাগত জানাই।” স্টুডিয়োয় অরিজিতের কাজের ধরনও আলাদা বলে মনে করেন জিৎ। স্মৃতিচারণ করে তিনি বলেন, “ও আগে গানের কথা পড়ে, তারপর সুর শোনে। কোন শব্দে কতটা জোর দিতে হবে সেটা ও দারুণ বোঝে। এতে গানের মাত্রা বেড়ে যায়। রং-তুলি দিয়ে ছবি আঁকার সময় যেমন মোলায়েম টান আসে, অরিজিতের গানেও ঠিক তেমন অনুভূতি থাকে।” সব মিলিয়ে ছবির গানের বাইরে গিয়ে অরিজিতের নতুন যাত্রা নিয়ে কৌতূহলী সঙ্গীত মহল। জিৎ গঙ্গোপাধ্যায়ের বিশ্বাস, অরিজিত যা-ই করুন, সেখানে নতুনত্ব আর সুরের জাদু থাকবেই।