সাতপাকে ঘুরছেন 'বিম্ববতী'! বাগদান সারলেন হিন্দি-বাংলা সিরিয়ালের প্রিয় মুখ অদ্রিজা, হবু বরের নাম কী জানেন?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায় জীবনের নতুন অধ্যায় শুরু করলেন। গত ২৫ জানুয়ারি মুম্বইয়ের কাছে একটি খামারবাড়িতে ঘরোয়া অনুষ্ঠানে বাগ্‌দান সারলেন তিনি। বর্তমানে কলকাতা ছেড়ে মুম্বইতেই থাকছেন অভিনেত্রী। হিন্দি ধারাবাহিক ‘অনুপমা’-র মতো জনপ্রিয় প্রজেক্টে কাজ করছেন অদ্রিজা। পর্দায় বহুবার বিয়ে করলেও, এ বার বাস্তব জীবনেই নতুন সম্পর্কে পা রাখলেন তিনি। অদ্রিজার হবু বর দক্ষিণ ভারতীয় যুবক বিগ্নেশ আইয়ার। তিনি অভিনয়জগতের কেউ নন। অভিনেত্রী আগেই জানিয়েছিলেন, ইন্ডাস্ট্রির বাইরের কাউকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিতে চান। সেই ইচ্ছেই পূরণ হল তাঁর। বাগ্‌দানের দিন সম্পূর্ণ দক্ষিণী সাজে ধরা দেন অদ্রিজা।

 ঐতিহ্যবাহী কাঞ্জিভরম শাড়ি, ভারী দক্ষিণী গয়না, লম্বা বিনুনিতে সোনালি অলংকার ও ফুলে সাজানো চুল—সব মিলিয়ে একেবারে অন্যরকম রূপে দেখা যায় তাঁকে। অন্যদিকে বিগ্নেশ পরেছিলেন সাদা লুঙ্গি ও নীল পাঞ্জাবি। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতেই সম্পন্ন হয় এই বিশেষ অনুষ্ঠান। নিজের বাগ্‌দানের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে অদ্রিজা লেখেন, “এমন একজনের সঙ্গে জীবনের বন্ধনে যুক্ত হলাম, যাঁর মতো ভালবাসা সারাজীবন চেয়েছিলাম। একটা সাধারণ ‘হ্যালো’ থেকে সারাজীবনের সম্পর্কে পৌঁছে গেলাম।” 

অভিনেত্রীর কথায়, গত বছরের মে মাসে এক বন্ধুর পার্টিতে প্রথম আলাপ হয় বিগ্নেশের সঙ্গে। তার পর ইনস্টাগ্রামে কথাবার্তা শুরু হয়। জুন মাসে প্রথম ডেটে যান দু’জন। সেই দিনই নাকি অদ্রিজা বুঝে যান, বিগ্নেশই তাঁর মনের মানুষ। তবে এখনই বিয়ে নয়। বাগ্‌দান সেরে রাখলেও বছর দু’য়েক পরে চার হাত এক করার পরিকল্পনা রয়েছে তাঁদের। বাঙালি ও দক্ষিণী—দুই পরিবারের রীতিনীতি মেনেই হবে তাঁদের বিয়ে। সব মিলিয়ে অদ্রিজা রায়ের জীবনে এখন প্রেম, নতুন সম্পর্ক আর নতুন স্বপ্নের সময়। ভক্তদের কাছ থেকেও ইতিমধ্যেই শুভেচ্ছার বন্যা বয়ে যাচ্ছে।

View post on Instagram