Madan Mitra : মুক্তি পেল মদন মিত্রের প্রথম ছবি 'ও লাভলি', সকলকে দেখার অনুরোধ বিধায়কের

আজ মুক্তি পেয়েছে মদন মিত্রের প্রথম ছবি 'ও লাভলি'। হরনাথ চক্রবর্তীর পরিচালনায় অভিনয় করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র।

Share this Video

আজ মুক্তি পেয়েছে মদন মিত্রের প্রথম ছবি 'ও লাভলি'। হরনাথ চক্রবর্তীর পরিচালনায় অভিনয় করেছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। মুক্তির অনুষ্ঠানে উপস্থিত না থাকলেও গত কয়েক দিন ধরেই নিজের ছবির প্রচারে সময় দিচ্ছিলেন মদন মিত্র । বিধানসভায় পৌঁছানো মাত্রই তাঁর সতীর্থরা তাঁকে শুভেচ্ছা জানান নতুন ছবির জন্য। পাল্টা মদন মিত্রও বিধায়ক ও মন্ত্রীদের তাঁর ছবিটি দেখার অনুরোধ জানিয়েছেন।

Related Video