'বিদায় পৃথিবী বিদায়' প্রয়াত হলেন 'মহীনের ঘোড়াগুলি'র আদি ঘোড়া বাপিদা

প্রয়াত 'মহীনের ঘোড়াগুলি'র আদি ঘোড়া বাপিদা। ১৯৭৫ সালে বাংলার প্রথম রক ব্যান্ড তৈরী হয়। তৈরি হল প্রথম বাংলা ব্যান্ড 'মহীনের ঘোড়াগুলি'। আজও কান পাতলেই শোনা যায় মহীনের অন্যতম জনপ্রিয় গান গুলি।

/ Updated: Jun 26 2023, 01:31 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রয়াত 'মহীনের ঘোড়াগুলি'র আদি ঘোড়া বাপিদা। ১৯৭৫ সালে বাংলার প্রথম রক ব্যান্ড তৈরী হয়। তৈরি হল প্রথম বাংলা ব্যান্ড 'মহীনের ঘোড়াগুলি'। আজও কান পাতলেই শোনা যায় মহীনের অন্যতম জনপ্রিয় গান গুলি। ১৯৯৯ সালের ২০ জুন মৃত্যু হয় মহীনের ঘোড়াগুলির অন্যতম কর্ণধার মণিদার। ২৪ বছর পর জীবনাবসান হল মণিদার বামহাত বাপিদার। দীর্ঘ ক্যানসারে ভোগার পর ২৫ জুন ২০২৩ সালে প্রয়াত হলেন তাপস দাস ওরফে বাপিদা। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত ছিলেন বাপিদা। শেষ জীবনে চিকিৎসার জন্য ভুগতে হয়েছিল অর্থকষ্টেও।