'অনেকেই অনেক কিছু বলছে তাতে কিছু এসে যায় না'- অকপট আড্ডায় 'মিসেস চেঙ্গিস' সুস্মিতা

চেঙ্গিস নিয়ে অকপট আড্ডায় সুস্মিতা চট্টোপাধ্যায়। অ্যাকশন ভর্তি সিনেমায় তিনি যে ভ্রমরের ফুল তাও স্পষ্ট করে বুঝিয়ে দিলেন তিনি। আর সেইসঙ্গে জানাতে ভুললেন না কীভাবে চেঙ্গিসকে অ্যাকশন করতে উৎসাহ জুগিয়েছেন মিসেস চেঙ্গিস |

Share this Video

সুস্মিতা চট্টোপাধ্যায়। অ্যাকশন ড্রামায় ভর্তি ছবি চেঙ্গিসের নায়িকা। মডেলিং-এর জগতে নজর আগেই কেড়েছিলেন তিনি, এবার তিনি চর্চায় চেঙ্গিসের নায়িকা হিসাবে। সবচেয়ে বড় বিষয় ফিল্মি কেরিয়ারে সবে ছবির সংখ্যা আঙুলের কড়ে গোনা শুরু হয়েছে, আর সেই সময় এই দুরন্ত একটা ব্রেক পেয়েছেন সুস্মিতা। চেঙ্গিস পুরোপুরি অ্যাকশন নির্ভর। নায়িকার ভূমিকা এখানে গৌণ। তবে, অভিনয়ের যেটুকু সুযোগ পেয়েছেন তাকে সদব্যবহারের সুযোগ করেছেন নাকি তিনি।

Related Video