মৌনি মানেই হিলহিল করা এক শরীরে রূপের ঢেউ নেমে আসা কোনও অপ্সরা। যার দিকে অপলক দৃষ্টিতে মনে হতে পারে কোনও বার্বি ডল রক্ত মাংসের মানুষের শরীরে আবির্ভূতা। গমের যেমন একটা সোনালি ভাঙা রঙ থাকে, আর তাতে যখন সূর্যের আলো পড়ে তখন তাতে বালাই ষাট আদুরের আলোর খেলা। মৌনিও যেন তেমনি, উদ্ভিন্ন করা শরীরি রূপে আলোয় যেন আরও আলোকিত হয়ে ওঠেন তিনি।