ধারাবাহিকেই নয়, বড় পর্দা এবং ওটিটিতেও দাঁপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা। টলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বাংলা ছেড়ে দক্ষিণের ছবিতে হাতেখড়ি হতে চলেছে মধুমিতার। বর্তমানে একগুচ্ছ গুরু দায়িত্বও রয়েছে তার কাধে। যেমন নতুন ভাষার সঙ্গে পরিচয় করতে হচ্ছে তেমনই শুটিংয়ের ফাঁকে নয়া ভাষা রপ্ত করতে হচ্ছে নায়িকাকে। ইতিমধ্যে কিছু অংশের শুটিংও করে ফেলেছেন। তবে জানেন কি মেয়ের মা হলেন টলি নায়িকা মধুমিতা সরকার। আড়ালে নয় বরং নিজের মেয়ের সঙ্গে সকলের পরিচয়ও করিয়ে দিলেন মধুমিতা। কিন্তু কবে হল এইসব , তা নিয়েই মাথাব্যথা ভক্তদের। বিষয়টি একটু খোলসা করে বলা যাক। আসলে ডোনাল্ড ডাকের মতো খেলনার সঙ্গেই পরিচয় করালেন মধুমিতা সরকার, আদর করে যার নাম দিয়েছেন খুশি। আর এই খুশিই এখন মধুমিতার মেয়ে।