'আরে রাজার মতো মৃত্য়ু হয়েছে কেকে-র । একজন বোম্বের শিল্পী এরাজ্যে কত টাকা পায়, আর বাঙালি শিল্পী অন্য রাজ্যে গেলে কত টাকা পায়। সাধারণ মানুষ এটা জানেন না। অভিমান আছে। এটা থাকবে। থাকাটাই স্বাভাবিক। কিন্তু কষ্ট লাগে তখন, যখন দেখি রূপঙ্কর যাদের হয়ে কথাটা বলল, আজ তারাই ওর পাশে নেই। এটা ঠিক হল না। রাঘব, ইমনদের তো ওর পাশে দাঁড়ানো উচিত ছিল।একটা ঘটনা ঘটে গিয়েছে। তাতে রুপঙ্করের কোনও দোষ নেই। হ্যা আমি নচিকেতা বলছি, আমি রূপঙ্করের পাশে আছি।' মুখ খুললেন নচিকেতা।