অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষণ। ভালবাসার মানুষের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন টলি অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তীর দিদি চিত্রাঙ্গদা। সম্বিত চ্য়াটার্জির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন ঋতাভরীর দিদি। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ভক্তদের এই সুখবর দিয়েছেন টলিপাড়ার সেক্সিয়েস্ট ঋতাভরী চক্রবর্তী। দিদির সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করে আদুরে শুভেচ্ছাও জানিয়েছেন। নতুন কনেকে লাল শাড়ি, স্লিভলেস ব্লাউড, মাথায় খোপা, তাতে ফুল গোজা, গলায় সোনার হার পড়ে দেখা গেছে। অন্যদিকে ঋতাভরীকে গাঢ় মেরুণ রঙের লেহেঙ্গা, কপালে বড় মাং টিকা পড়ে দেখা গেছে। ঋতাভরীর পোস্টে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।