প্রেম থেকে বিয়ে, একাধিক ভুঁয়ো খবরে জেরবার মিঠাই রানি। নিজেকে নিয়ে এত রকমের খবর শুনতে শুনতে প্রায় ক্লান্ত। দীর্ঘদিন ধরে চলা জি বাংলার জনপ্রিয় সিরিয়াল মিঠাইয়ের চরিত্রে নাকি অন্য কারোর করার কথা ছিল সেই সুযোগ নাকি পেয়েছেন মিঠাই রানি। কিছুদিন আগে শোনা গিয়েছিল পর্দার জামাইবাবু সৌরভ চট্টোপাধ্যায়ের সঙ্গে রিলেশনে রয়েছেন সৌমিতৃষা। তাকে নাকি বিয়েও করতে চলেছেন । এই খবর শুনে নিজেই মজা করে সৌরভকে বিয়ের কথা বলতেই চরম সমস্যায় পড়েছিলেন নায়িকা। সেই খবরও ছড়িয়ে পড়েছিল। এমনকী আদৃতকে নিয়েও জল্পনা কম হয়নি। তবে একাধিক জল্পনার পর বিয়ে নিয়ে মুখ খুলেছেন সৌমিতৃষা কুন্ডু। অভিনেত্রী জানিয়েছেন, বিয়ে করব না। কারণ হিসেবে বলেছেন, মনের মানুষ যদি কথা দিয়ে কথা না রাখে, তখন তিনি কী করবনে। তার থেকে পেশার সঙ্গে প্রেম করা বুদ্ধিমানের কাজ।