কিংবদন্তি শিল্পীর বাংলা ও হিন্দি ছাড়াও মারাঠি, গুজরাটি, মৈথিলী, গুজরাটি, মালায়ালাম সহ আরও ভাষায় দীর্ঘ ৬০ বছরেরও বেশি সময় ধরে সংগীত চর্চা করেছিলেন। সর্বকালের সেরা গায়ক হিসেবেই সকলের মনে নিজের জায়গা করে নিয়েছেন মান্না দে। ছোটবেলা থেকেই গানের প্রতি প্রবল আকর্ষন ছিল। স্কটিশ স্কুলে পড়া কালীন নিজের গানে আসর জমিয়ে রাখতেন মান্না। আধুনিক বাংলা গানের জগতে সমস্ত শ্রোতাদের কাছেই ভীষণই জনপ্রিয় ছিলেন মান্না দে। একজন সফল সংগীত ব্যক্তিত্ব হিসেবে তার খ্যাতি বিশ্বজোড়া। পঞ্চাশ থেকে সত্তরের দশক, রফি ও কিশোর কুমারের মতো তিনিও ভারতীয় চলচ্চিত্র জগতে সমান জনপ্রিয়তা অর্জন করেন। তার দীর্ঘ সংগীত জীবনে তিনি সাড়ে ৩ হাজারেরও বেশি গান রয়েছে তার ঝুলিতে। তবে শুধু গানই নয়, গান ছাড়াও মান্না দে-র একটি বিশেষ গুণ রয়েছে। কিংবদন্তির জন্মবার্ষিকীতে জেনে নিন শিল্পীর অজানা গুণের কাহিনি।