বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির দাপুটে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী, সব্যসাচী চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্তের মত সেলেবরা এবার বাঁধা পড়বেন এক ফ্রেমে। সঙ্গে থাকবেন টলি নায়িকা দর্শনা বণিক,অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সহ টলিপাড়ার নামীদামী তারকারা। নবাগত পরিচালক রণ রাজের নির্দেশনায় বড়পর্দায় আসছে নতুন বাংলা ছবি পরিচয় গুপ্ত।