এপ্রিলের প্রথম সপ্তাহেই টিআরপি তালিকায় বাজিমাত । একেই হয়তো বলে উলটপূরান। কয়েক সপ্তাহ ধরেই টিআরপি-তালিকায় এগিয়ে রয়েছে স্টার জলসার ধারাবাহিক। এককথায় বলতে গেলে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে টিআরপি তালিকায়। একদিকে জি বাংলা অন্যদিকে স্টার জলসার হাড্ডাহাড্ডি টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন। স্টার জলসা ও জি বাংলার লড়াই বেশ ভালই জমে উঠেছে। কেউ কাউকে একচুল জমি ছাড়তে নারাজ। তবে প্রথম সপ্তাহের টিআরপি তালিকা যেন সকলকে চমকে দিয়েছে নিমেষের মধ্যে। বিশেষ করে মিঠাই ভক্তদের জন্য দারুণ খবর। কারণ এতদিন বাদে গোপাল তাদের প্রার্থনা শুনেছে। আর তাই তো সকলের মুখে এখন একটাই কথা 'জয় গোপাল'।