অন্তর্বাস হোক কিংবা ওয়েস্টার্ন, অথবা কোনও বঙ্গনারী-সবেতেই যেন পারফেক্ট শর্মিষ্ঠা আচার্য। জিরো ফিগার না হয়েও হালকা মেদযুক্ত শরীরই যেন তার মূল ইউএসপি। বরং নিজের সেই চেহারাকেই সাবলীলতার সঙ্গে ফুটিয়ে তোলেন অভিনেত্রী। এবারও তার অন্যথা হল না। নিজের সোশ্যাল মিডিয়ায় হট ছবি পোস্ট করে শোরগোল ফেলে দিলেন শর্মিষ্ঠা। ছবি পোস্ট করতেই রাতারাতি ভাইরাল টলি নায়িকা। পরনে শুধু ব্রা, খোলা পিঠে অভিনেত্রীর শরীরী উষ্ণতা যেন চুঁইয়ে পড়ছে। জিন্সের প্যান্টের ফাঁক দিয়ে উঁকি মারছে হালকা আকাষশী রঙের অন্তর্বাস। খোলা চুলে নিতম্ব উঁচু করে রীতিমতো ঝড় তুলেছেন শর্মিষ্ঠা। ব্রা পরেই অন ক্যামেরায় আগুন জ্বালালেন বঙ্গতনয়া।