স্ত্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ও (Sandhya Mukherjee) মান্য করে চলত স্বামীকে। কখনও সৈকতবাবু দেখেননি স্বামীকে টপকে কোনও কথা বলেছেন তাঁর সন্ধ্যা পিসি। এমনকী, তিনি যখন শ্যামল গুপ্তের বাড়ি যেতেন, তখন সব সময় সামনে আসতেন না সন্ধ্যা মুখোপাধ্যায়। কোনও দরকারে শ্যামল গুপ্ত ডাকলে তবেই আসত।