প্রেমের সপ্তাহেই বিচ্ছেদের খবরে তোলপাড় টলিপাড়া। এর আগেও ২০২১ সালে একাধিক টলি তারকারা আলাদা হয়েছে। যেমন নুসরত জাহান- নিখিল জৈন, শ্রাবন্তী চট্টোপাধ্যায়-রোশন সিং, ইন্দ্রনীল-বরখা, দেবলীনা-তথাগত, অনুপম-পিয়া এদের সকলের বিচ্ছেদের খবর নাড়িয়ে দিয়েছে টলিপাড়াকে। এবার প্রকাশ্যে এল জিতু-নবনীতার ডিভোর্সের খবর।