সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে শোরগোল ফেলে দিয়েছেন নুসরত জাহান। মারকাটারি, টোনড ফিগারে শরীরী শিহরণে উষ্ণতার পারদ চড়ালেন নুসরত জাহান (Nusrat Jahan)। অন ক্যামেরাতেই পোশাক পাল্টাচ্ছেন নুসরত জাহান। অভিনেত্রীর হট মুভস দেখেই চোখ কপালে উঠেছে ভক্তদের। লাল রঙের স্কার্ট , টিউব টপ, খোলা চুলে সিজলিং লুকে ঝড় তুললেন নুসরত জাহান। লাল পোশাক মুহূর্তে বদলে গেল। ক্যামেরার সামনে পোশাক পাল্টে নিয়ে সাদা স্কার্ট , মাল্টিকালার ব্রালেট টপে ভক্তদের রাতের ঘুম কেড়ে নিয়েছেন সাংসদ অভিনেত্রী।