সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন রাজ চক্রবর্তী। যেখানে দেখা যাচ্ছে মা ও ছেলে জমিয়ে ঠান্ডার মধ্যে সময় কাটাচ্ছে। ঘন কুয়াশার মধ্যে মায়ের কোলে উঠেই দূরে পাইন বন, মেঘ দেখছে ইউভান। আবার কখন মায়ের হাত ধরে সিড়ি বেয়ে উপরে উঠছে। আবার কাঁচের জানলার এপার থেকে ওপারে মাম্মাকে চুমুতে আদরে ভরিয়ে দিচ্ছে ছোট্ট ইউভান। ঠান্ডা যে একটুও কাবু করতে পারেনি ইউভানকে তা ভিডিওতেই স্পষ্ট ধরা পড়েছে।