নুসরত জাহানের রেডিও শো ইশক উইথ নুসরত-এর এবারের অতিথি হলেন জনপ্রিয় ইউটিউবার বং গাই ওরফে কিরণ দত্ত। যার ফ্যান ফলোয়ারের সংখ্যা আকাশ ছোঁয়া। তিনি এমনই একজন মানুষ যিনি কিনা সকলকেই লেগপুল করে থাকে। এবার তার পালা। ভালবাসায় বোল্ড নুসরতের অতিথি বং গাই-এর জন্য কী অপেক্ষা করছে তারই ঝলক ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।