সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভশ্রী। যেখানে বেগুনি রঙের হাই স্লিটকাট গাউনে নিজেকে মেলে ধরেছেন রাজ ঘরনি। অনাবৃত উরু, বেরিয়ে রয়েছে বুকের খাঁজ, চুলে হালকা কার্ল, সঙ্গে মানানসই মেক আপ, অ্যাক্সেসরিজ, ঠোঁটের গাঢ় লিপস্টিকে যেন চেনা দায় অভিনেত্রীকে। শুভশ্রীর অ্যাটিটিউটে ঘায়েল হয়েছে ভক্তরা।