'লাভ জিহাদ' নিয়ে যখন দেশজুড়ে বিতর্ক চলছে, তখন মহারাষ্ট্র সরকার এ বিষয়ে আইন জারি করার প্রস্তুতি নিচ্ছে। এই পদক্ষেপ নিয়ে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে।
এনডিএ-শাসিত মহারাষ্ট্রে এবার 'লাভ জিহাদ'-এর বিরুদ্ধে আইন জারি করতে চলেছে রাজ্য সরকার। এ বিষয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। মহারাষ্ট্রের ডিরেক্টর জেনারেল অফ পুলিশ সঞ্জয় ভার্মার নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি জোর করে ধর্মান্তকরণ এবং ‘লাভ জিহাদ’এর বিরুদ্ধে আইনের খসড়া তৈরি করবে। এই কমিটিতে ডিজিপি ছাড়াও আছেন মহিলা ও শিশুকল্যাণ বিষয়ক দফতর, সংখ্যালঘু বিষয়ক দফতর, আইন ও বিচার বিভাগ, সামাজিক ন্যায়, বিশেষ সহায়তা ও স্বরাষ্ট্র দফতরের মন্ত্রীরা আছেন। শুক্রবার এ বিষয়ে মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে বিশেষ ঘোষণাপত্র জারি করা হয়েছে। জানানো হয়েছে, জোর করে ধর্মান্তকরণ এবং 'লাভ জিহাদ' সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য আইন তৈরি করা হবে। অন্য রাজ্যগুলিতে এ বিষয়ে যে আইন রয়েছে, সেই আইনগুলিও খতিয়ে দেখা হবে। সবদিক খতিয়ে দেখেই আইনের খসড়া তৈরি করা হবে।
দেশজুড়ে 'লাভ জিহাদ' নিয়ে বিতর্ক
ভুয়ো পরিচয় দিয়ে, ছলে-বলে-কৌশলে অন্য ধর্মের মেয়েদের মুসলিম ধর্মে ধর্মান্তরিত করা হচ্ছে বলে বেশ কিছুদিন ধরেই অভিযোগ উঠছে। শুধু হিন্দুত্ববাদী সংগঠনগুলিই নয়, খ্রিস্টান, শিখরাও একই অভিযোগ করেছেন। ২০২২ সালে মহারাষ্ট্রে শ্রদ্ধা ওয়ালকারের নৃশংস হত্যাকাণ্ডের পর ‘লাভ জিহাদ’ সংক্রান্ত বিতর্ক তুঙ্গে ওঠে। আফতাব পুনাওয়ালা নামে এক যুবকের সঙ্গে লিভ-ইন করতেন শ্রদ্ধা। তাঁর লিভ-ইন পার্টনারই খুন করে দেহ বেশ কয়েক টুকরো করেন বলে অভিযোগ ওঠে। এই ঘটনার পরেই মহারাষ্ট্রে 'লাভ জিহাদ' রোখার জন্য আইন জারি করার প্রস্তুতি শুরু হয়। এবার সেই আইন জারি করা হচ্ছে।
'লাভ জিহাদ' নিয়ে সরব বিজেপি বিধায়ক
মহারাষ্ট্র সরকার 'লাভ জিহাদ'-এর বিরুদ্ধে যে আইন জারি করতে চলেছে, তা সমর্থন করেছেন মহারাষ্ট্রের বিজেপি বিধায়ক মঙ্গল লোধা। তিনি বলেছেন, ‘সারা দেশেই লাভ জিহাদের ঘটনা বাড়ছে। শ্রদ্ধা ওয়ালকারের দেহ কত টুকরো করা হয়েছিল, তা আমরা সবাই দেখেছি। মহারাষ্ট্রে এরকম আরও ঘটনা আছে। আমরা যখন লাভ জিহাদ রোখার চেষ্টা করি, তখন বিরোধীদের সমস্যা হয়।’
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
বাংলাদেশে ভয়ঙ্কর লাভ জিহাদ! বৈষ্ণব সেজে হিন্দু মহিলাদের চিট করছে মুসলিম ব্যক্তি
Bareilly: বরেলিতে 'লাভ জিহাদ'? নাবালিকাকে চলন্ত ট্রেনের সামনে ফেলে দ্বিখণ্ডিত করার অভিযোগ
