প্রবীণ অভিনেত্রী রত্না ঘোষাল আর ধারাবাহিকে অভিনয় করবেন না। টেলিভিশন জগতের অব্যবস্থাপনা এবং চিত্রনাট্যের সমস্যার কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন।
আর ধারাবাহিকে অভিনয় করবেন না রত্না ঘোষাল। ৬২ বছরের অভিনয় জীবন তাঁর। বহু ছবি ও ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। ‘বাংলা মিডিয়াম’নামের ধারাবাহিকে শেষ দেখা গিয়েছিল তাঁকে।
এরপর প্রায় ২ বছর তাঁকে আর দেখা যায়নি ছোট পর্দায়। আপাতত রয়েছেন গ্যাংটকে। স্বামীর সঙ্গে। কিন্তু কেন এতদিন পর্দার আড়ালে রয়েছেন অভিনেত্রী রত্না ঘোষাল? এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিলেন অভিনেত্রীর সঙ্গে।
পেশায় একজন চাটার্ড অ্যাকাউনট্যান্ট রত্না ঘোষাল। ধারাবাহিকের চাপে স্বামীর কাছে যাওয়া অত্যন্ত মুশকিল হয়ে গিয়েছিল তাঁর। তাই এখন পুরো সময়টাই তাঁর সঙ্গে কাটাচ্ছেন অভিনেত্রী। কেন হঠাৎ ছোট পর্দা ছাড়লেন অভিনেত্রী? জানতে চাইলে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন অভিনেত্রী।
অভিনেত্রী জানান,"আর ধারাবাহিকে অভিনয় করব না বলে ঠিক করেছি আমি। এখনকার ধারাবাহিকে কোনও গল্পের ঠিক নেই। না আছে মাথা, না আছে মুন্ডু। সকাল থেকে শুটিংয়ে গিয়ে বসে আছি, দেখি চিত্রনাট্যই এসে পৌঁছোয়নি। মেকআপ রুমে বসে কত আর গল্প করব। এক এক দিন এমন হত সকালবেলা থেকে বসে আছি বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গিয়েছে তখনও চিত্রনাট্য আসেনি। তা হলে দৃশ্য কখন আসবে? আমি অভিনয়ই বা কখন করব। ওরাই বা আমায় রাত ৮টার মধ্যে ছাড়বে কী করে!"
এইসব অব্যবস্থার কারণেই আর ধারাবাহিকে অভিনয় করবেন না তিনি বলে সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওটিটি প্ল্যাটফর্মে কোনও সুযোগ এলে তিনি অবশ্যই অভিনয় করবেন।


