সংক্ষিপ্ত

ঋতাভরী চক্রবর্তী একটি টি২ পার্টিতে পার্পল এবং কালো রঙের অফ শোল্ডার গাউন পরে উপস্থিত হয়েছিলেন। এই পোশাকের জন্য তিনি নেটিজেনদের কটাক্ষের শিকার হন এবং ছবিটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

ফের কটাক্ষের শিকার হলেন ঋতাভরী চক্রবর্তী। কাজ ছাড়াও নানান কারণে প্রায়শই খবরে আছেন ঋতাভরী। কখনও ব্যক্তিগত ফোটোশ্যুট তো কখনও ব্যক্তিগত জীবন নিয়ে খবরা আসেন ঋতাভরী চক্রবর্তী। এই সকল নিয়ে ট্রোলিং-রও শিকার হন। এবার পার্পল গাউন পরে কটাক্ষের শিকার হলেন ঋতাভরী চক্রবর্তী।

সদ্য টি২-র একটি পার্টিতে গিয়েছিলেন ঋতাভরী চক্রবর্তী। সেখানে এমন সেজে গেলেন যে সকলেই করল তাঁর সমালোচনা। সেখানে ঋতাভরীকে দেখা হেল পার্পল ও কালো রঙের একটি অফ শোল্ডার গাউন পরতে। সঙ্গে এক কাঁধে কালো ফারের একটি অংশ ছিল। মাথায় ছিল কালো ফুল। হাতে ছিল কালো গ্লাভস। গলায় পরেছিলেন নেকলেস। এই ছবি মুহূর্তে ভাইরাল হল নেট দুনিয়ায়। যা দেখে হাসি আর থামছে না দর্শদের। সেই ছবি নিজেই পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। যা পোস্ট করতেই ৪ হাজার ৮১৭ লাইক পড়েছে। তেমনই বিভিন্ন কমেন্টে ভরে গিয়েছে এই পোস্ট। কেউ লিখেছেন, মাই কুইন তো কেউ করেছেন নেতিবাচক কমেন্ট। কেউ লিখেছেন, ‘পুরো পাগলি লাগছে’। তেমনই অনেকেই তাঁর এই সাজ নিয়ে নানান কমেন্ট করেছেন। তবে ঠিক কি কারণ এমন অদ্ভুত সাজ সাজলেন ঋতাভরী চক্রবর্তী তা জানা যায়নি। 

 

View post on Instagram
 

 

এদিকে সদ্য শোনা যায় বিয়ে করলছেন ঋতাভরী চক্রবর্তী। ডিসেম্বরেই ঋতাভরী চক্রবর্তী বিয়ে করবেন সুমিত আরোরাকে। শোনা যাচ্ছিল এমনটাই। সুমিত বলিউডের অত্যন্ত প্রতিভাবান সংলাপ লেখক। তাঁর লেখা সংলাপগুলো দর্শকদের মন আকর্ষণ করেছে। জওয়ান, স্ত্রী, দাহড়, দ্য ফ্যামিলি ম্যান সহ বহু হিট ছবির সংলাপ তাঁর লেখা। সিনেমা ছাড়াও সিরিজের কাজ করেন তিনি।

এদিকে ঋতাভরীকে শেষ দেখা গিয়েছে, শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের বহুরূপি ছবিতে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি ছবি। আবিরে চট্টোপাধ্যায়ের বিপরীতে ছিলেন তিনি। এই ছবি ব্যাপক হিট করে। এদিকে শোনা যাচ্ছে, সুমিত আরোরার সঙ্গে ডেস্টিনেশন ওয়েডিং করবেন নায়িকা। থাইল্যান্ডে বসবে বিয়ের অনুষ্ঠান।