সংক্ষিপ্ত

আগামী মাসে শুরু হতে চলা ৩০তম কলকাতা চলচ্চিত্র উৎসবে বলিউডের বড় তারকারা অনুপস্থিত থাকলেও, উপস্থিত থাকবেন শাবানা আজমি, জাভেদ আখতার, শক্রুঘ্ন সিনহা এবং বিদ্যা বালনের মতো তারকারা। 

বছর শেষের উৎসব মানে কলকাতা চলচ্চিত্র উৎসব। ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন। আগামী মাসে ৪ তারিখ থেকে শুরু হবে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ১১ ডিসেম্বর পর্যন্ত। এবছর ৩০-এ পা দিচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। তাই এবার বিশেষ চমক থাকবে বলে মনে করেছিলেন অনেকেই। কিন্তু বাস্তবে হতে চলেছে উল্টো।

প্রতিবছরই কলকাতা চলচ্চিত্র উৎসব-র উদ্বোধনী অনুষ্ঠানে বসে চাঁদের হাট। কিন্তু, এবার তেমন কেউ থাকবে না বলে শোনা যাচ্ছে। শাহরুখ খান কিংবা অমিতাভ বচ্চন নাও থাকতে পারে বলে শোনা যাচ্ছে।

কলকাতা চলচ্চিত্র উৎসব আলোকিত করতে এবছর থাকতে চলেছেন, শাবানা আজমি, জাভেদ আখতার এবং শক্রুঘ্ন সিনহা। তেমনই থাকতে পারেন বিদ্যা বালন। এরই সঙ্গে থাকবে টলিউডের সকল তারকা। তেমনই থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

এবছর চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে মোট ১৪টি ছবি মনোনীত হয়েছে। যার মধ্যে অন্যতম ফ্রান্স, বুলগেরিয়া, জাপান-সহ বিভিন্ন দেশের ছবি।

চলতি বছরে আম্বানির বিয়ের জন্য মুম্বই সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় শাবানা আজমির সঙ্গে সাক্ষাত হয়। তিনি তখনই তাঁকে আমন্ত্রণ করেছিলেন। তেমনই অমিতাভ বচ্চনকেও আমন্ত্রণ জানিয়েছিলেন।

এবার শতবর্ষের শ্রদ্ধার্ঘ্য জানানো হবে চলচ্চিত্র জগতের পাঁচ কিংবদন্তিকে। তালিকায় আছেন তপন সিনহা, অরুন্ধতী দেবী, হরিসাধন দাশগুপ্ত, মার্লোন ব্র্যান্ডো এবং মার্সেলো মাস্ত্রোইয়ান্নি।

সব মিলিয়ে প্রস্তুতি চলছে জোড় কদমে। আর কদিনের মধ্যেই শুরু হবে উৎসব। বিভিন্ন দেশের ছবি প্রদর্শিত হবে কলকাতা চলচ্চিত্র উৎসবে। সব মিলিয়ে টান টান উত্তেজনা শহর জুড়ে।