- Home
- Entertainment
- Bengali Cinema
- Sourav Ganguly's Acting Debut: নয়া রূপে খাকি পোশাকে দাদাগিরি! কয়েক সেকেন্ডের অভিনয়ে কাঁপছে নেট দুনিয়া
Sourav Ganguly's Acting Debut: নয়া রূপে খাকি পোশাকে দাদাগিরি! কয়েক সেকেন্ডের অভিনয়ে কাঁপছে নেট দুনিয়া
সৌরভ গাঙ্গুলী পুলিশের অবতারে ধরা দিলেন ক্যামেরার সামনে। সৌরভ ভক্তরা এই নবরূপে তাঁকে দেখে খুশি, ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল। তবে কি অভিনয় জগতে নতুন ইনিংস শুরু করলেন মহারাজ?

পুলিশ অবতারে একেবারে অন্যরূপে ক্যামেরায় সামনে স্বমহিমায় সৌরভ গাঙ্গুলী। তবে এবার কি সঞ্চালনা ছেড়ে, পুরোপুরি অভিনয় জগতে এলেন বাংলার মহারাজা।
নেটফ্লিক্সের ওয়েব সিরিজ খাঁকি ২ নিয়ে দর্শকদের উন্মাদনা যেন বেড়েই চলেছে। ইতিমধ্যেই ট্রেন্ডিং রয়েছে এই ভিডিও।
এই নবরূপে দাদা-কে দেখে সৌরভ ভক্তরা ভীষণ খুশি। চার লক্ষেরও বেশি বার ক্লিক হয়েছে এই ভিডিওটিতে। ক্রিকেটারার সৌরভের রূপোলি পর্দায় দাদাগিরি দেখতে উৎসুখ ভক্তরা।
পুলিশের চরিত্রে তাঁকে বেশ লাগছিল বলে জানালেন টেকনিশয়নরাও। তাহলে খাঁকি ২-তে অভিনয় করে, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মহারাজ? এমন প্রশ্ন কিন্তু রয়েছে অনেকের মনেই।
বিষয় হলো, সৌরভ গাঙ্গুলী খাঁকি ২-এর বিজ্ঞাপনী ছবির জন্য শ্যুট করেছেন । বিষয়টিতে দেখানো হয়েছে, এই সিরিজে পুলিশ অফিসার লাগবে, এ কথা শুনে একেবারে পুলিশের পোশাক পরে অডিশন দিতে সৌরভ চলে এসেছেন।
এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের তরফে। এখানে আরও একটু উল্লেখযোগ্য মানুষের প্রবেশ রয়েছে। তিনি টলিউডের জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত। সম্প্রতি তিনি কাজ না পেয়ে ফুটপাতে খাবার বিক্রি করে সংসার চালাচ্ছিলেন।
এই বিজ্ঞাপনী ছবির প্রযোজনা শ্রী ভেঙ্কটেশ ফিল্মসের তরফে। এখানে আরও একটু উল্লেখযোগ্য মানুষের প্রবেশ রয়েছে। তিনি টলিউডের জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্ত। সম্প্রতি তিনি কাজ না পেয়ে ফুটপাতে খাবার বিক্রি করে সংসার চালাচ্ছিলেন।
আপাতত দুধের স্বাদ ঘোল দিয়েই মেটাবেন সৌরভের অনুরাগীরা। সৌরভ সরাসরি সিরিজে না থাকলেও, তিনি থাকছেন সিরিজেরই বিজ্ঞাপনে।
বাংলার অপরাধ জগৎ এবং পুলিশি ব্যবস্থার গল্প নিয়ে নীরজ পাণ্ডের ‘খাকী ২’ ওয়েব সিরিজ ২০ মার্চ মুক্তি পাচ্ছে। যেখানে দেখা যাবে জিত ও প্রসেনজিৎ-কে একসঙ্গে
আপাতত ছবির বিজ্ঞাপনের প্রচারেই থাকছেন সৌরভ গাঙ্গুলী। এইটুকু সময়ে ক্যামেরায় থাকলেও তিনি বুঝিয়ে দিয়েছেন মাঠ হোক বা ক্যামেরা, তিনি যেখানেই যাবেন দাদাগিরি সেখানেই চলবে।
তাই দাদার এই ভাইরাল ভিডিও এখনও যদি না দেখে থাকেন, তবে এক মিনিটও দেরি নয় দ্রুত দেখে ফেলুন-

