শাশুড়ি হয়ে ছোট পর্দায় ফিরছে স্বস্তিকা দত্ত, আসছে নতুন ধারাবাহিক তোমার খোলা হাওয়া
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক তোমার খোলা হাওয়া | শাশুড়ি হয় ছোট পর্দায় ফিরছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত, দেড় বছর পর ছোট পর্দায় কামব্যাক তার ।
জি বাংলায় আসছে নতুন ধারাবাহিক তোমার খোলা হাওয়া | শাশুড়ি হয় ছোট পর্দায় ফিরছে অভিনেত্রী স্বস্তিকা দত্ত, দেড় বছর পর ছোট পর্দায় কামব্যাক তার। তার বিপরীতে দেখা যাবে শুভঙ্কর সাহা কে | বনগাঁর মেয়ে ঝিলমিলের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে | ধারাবাহিকের জন্য ভেন্ট্রিলোকুইস্ট শিখেছেন অভিনেত্রী | নিয়ম ভাঙতে ভালোবাসেন নায়িকা। অন্যদিকে গল্পের নায়ক ততটাই ডিসিপ্লিনড। ১২ ই ডিসেম্বর থেকে সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় সম্প্রচারিত হবে এই ধারাবাহিক