- Home
- Entertainment
- Bengali Cinema
- Uttam Kumar: নিজের ছেলেকে অভিনয় জগতে আসতে দেননি উত্তম, প্রকাশ্যে এল অজানা তথ্য
Uttam Kumar: নিজের ছেলেকে অভিনয় জগতে আসতে দেননি উত্তম, প্রকাশ্যে এল অজানা তথ্য
মহানায়ক উত্তম কুমারের ছেলে গৌতম চট্টোপাধ্যায় অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নিতে চেয়েছিলেন। কিন্তু উত্তম কুমার ছেলেকে অভিনয় জগতে আসতে দেননি। তাঁর ছেলেকে অভিনয় জগতে আসতে না দেওয়ার পেছনে ছিল বেশ কিছু কারণ।

বাংলা বিনোদন জগতে আজও উজ্জ্বল উত্তম কুমারের নাম। তাঁর অভিনয় থেকে আজও শিখে চলেছেন বিভিন্ন তারকারা।
১৯৮০ সালে ২৪ জুলাই মাত্র ৫৩ বছর বয়সে প্রয়াত হয়েছিলেন উত্তম কুমার। তাঁর প্রয়াণের ৪৬ বছর পরেও তাঁর খ্যাতি একই আছে।
নিজে দীর্ঘদিন ধরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করলেও নিজের ছেলেকে আসতে দেননি বিনোদন জগতে। প্রকাশ্যে এল তাঁর কারণ।
উত্তম কুমারের পুত্র গৌতম চট্টোপাধ্যায় চেয়েছিলেন অভিনয়কেই কেরিয়ার হিসেবে বেছে নিতে। তাই পড়াশোনা শেষ করে মনের ইচ্ছা বাবাকে জানান।
কিন্তু, ছেলের মুখে অভিনয়ের কথা শুনে রীতিমতো বিরক্ত হন মহানায়ক। আর শুধু তাই নয়, ছেলে সিনেমার জগতে যেতে বারন করনে।
অন্ধ অতীত নাম একটি ছবির অফারও তিনি পান। ছবির পরিচালক হীরন নাগ। এই ছবিতে অভিনয় করেছেন খোদ উত্তমকুমার। বাবার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েও তাকে তা হারাতে হয়।
পরে জানান যায় কেন এমন সিদ্ধান্ত নিয়েছিলেন মহানায়ক। কেনই বা তিনি ছেলেকে অভিনয় গতে আসতে দেননি।
আসলে অভিনয়ে সুযোগ পাওয়ার জন্য দীর্ঘ জটিলতার সম্মুখীন হতে হয়েছিল উত্তম কুমারকে। তিনি চাননি, তাঁর ছেলেও এই দিন দেখুক।
তেমনই মহানায়ক আগেই বুঝেছিলেন তাঁর ছেলে অভিনয় করলে তাঁর সঙ্গে তুলনা করা হবে। এতে ছেলের কেরিয়ার আরও কঠিন হবে।
এই সব কারণে ছেলেকে অভিনয় জগতে আসতে দেনননি উত্তম কুমার। অন্য পেশায় সে যাতে কেরিয়ার গড়ে তাতে তাঁরই বেশি উদ্যোগ ছিল।

