'সঠিক কাজের অপেক্ষার ছিলাম'- জুবিলি নিয়ে একান্ত সাক্ষাৎকারে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
আমাজন প্রাইমে মুক্তি পেয়েছে জুবলি। এই প্রথম কোনও ওটিটি প্ল্যাটফর্মে আত্মপ্রকাশ ঘটল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের। কলকাতার বুকে হাজির হয়েছিল টিম জুবলির অনেকেই। সেখানেই অকপট আড্ডায় অনেক কিছুই বললেন প্রসেনজিৎ।
সঠিক কাজের জন্য অপেক্ষা করছিলাম। ওয়েব সিরিজ জুবলি-র একান্ত সাক্ষাৎকারে এমনই কথা বললেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। আসলে বাংলা থেকে একের পর এক তারকা-কে ওটিটি প্ল্যাটফর্মে দেখা গেলেও বাংলা চলচ্চিত্রের অন্যতম কিংবদন্তি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে এই ফর্মাটে এতদিন পাওয়া যায়নি। ওটিটি-তে যে প্রসেনজিৎ অভিনয় করতে চাননি এমনটা নয়। কারণ, একান্ত সাক্ষাৎকারে তিনি নিজেই জানালেন যে ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার মতো চরিত্র 'পাচ্ছিলাম না', আর সেই কারণেই বহু অফার ছেড়ে দিতে হয়েছে তাঁকে। জুবলি ওয়েব সিরিজে শ্রীকান্ত রায়-এর চরিত্র-এ এতধরনের শেড রয়েছে যা প্রসেনজিৎ-এর পছন্দ হয়ে গিয়েছিল বলেই জানিয়েছেন তিনি। হিন্দি ওয়েব সিরিজ-এর পর কি এবার বাংলা ওয়েব সিরিজ? এমন প্রশ্নে প্রসেনজিৎ-এর সপাটে উত্তর ভালো কাজ পেলে যে কোনও ভাষার ওটিটি-তেই অভিনয় করতে 'রাজি আছি'।