- Home
- Entertainment
- Bengali Cinema
- এখন সিনেমা করলে কত টাকা পেতেন উত্তম কুমার-সুচিত্রা সেন, জানেন? শুনলে বিশ্বাস করবেন না
এখন সিনেমা করলে কত টাকা পেতেন উত্তম কুমার-সুচিত্রা সেন, জানেন? শুনলে বিশ্বাস করবেন না
- FB
- TW
- Linkdin
মহানায়ক উত্তম কুমার অভিনয় জগতে পা রেখেছিলেন “দৃষ্টিদান” সিনেমায় শিশু শিল্পী হিসেবে। অভিনয় জীবনের শুরুর দিকে তার করা পরপর ৭ টি সিনেমা ফ্লপ হয়। এরপর নায়ক হিসাবে তিনি আত্মপ্রকাশ করেন “কামনা” ছবির মধ্যে দিয়ে। এর পরে মহানায়িকা সুচিত্রা সেনের সাথে “সাড়ে চুয়াত্তর”এ জুটি বাঁধতে দেখা যায় তাঁকে।
অভিনয় জীবনের শুরুতে মহানায়ক উত্তম কুমারের বেতন ছিল মাত্র ১৩ টাকা ৫০ পয়সা। যদিও ৭০-৮০ বছর আগে ১৩ টাকা ৫০ পয়সার মূল্য ছিল অনেক। কামনা সিনেমায় নায়ক হিসাবে কাজ করার পর তার বেতন এক লাফে বেড়ে গিয়ে হয় ১৫০০ টাকা।
বর্তমান অভিনেতাদের বেতনের কাছে বেতনটি খুব সামান্য মনে হচ্ছে তাই তো? কিন্তু ৭০-৮০ বছর আগে এই টাকার মূল্য ছিল অনেক।
উত্তম কুমার ধীরে ধীরে বাঙালির আবেগ, ম্যাটেনি আইডলে পরিণত হন। সিনেমায় অভিনয় করার জন্য তাকে যে কোন মূল্য দিতে রাজি হয়ে যান প্রযোজকরা।
প্রত্যেক ছবি পিছু তিনি দাবি করতেন কমপক্ষে ২ থেকে ৩ লাখ টাকা। বর্তমান বাজারে যার মূল্য এক কোটি টাকার সমান। সেই বেতনই তাকে দিতেন প্রযোজকরা। এ নিয়ে কোন কথা বা আলোচনা কিছুই হতো না।
অন্যদিকে, ষাটের দশকে শুধু টলিউড ইন্ডাস্ট্রিতে নয়, বলিউডেও পা রেখেছিলেন সুচিত্রা সেন। তার পারিশ্রমিকের অংক বিচার করলে বলা যায় গত ৫ দশকে ইন্ডাস্ট্রির সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রী হলেন সুচিত্রা।
এত বছর পেরিয়ে গেলেও পারিশ্রমিকের বিচারে সুচিত্রা সেনকে টক্কর দেওয়ার মত সাধ্য টলিউডের এই প্রজন্মের নায়িকাদেরও হয়নি। এখনকার যুগে টলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হলেন শুভশ্রী গাঙ্গুলী। তিনি ছবি পিছু ২৫ থেকে ২৭ লক্ষ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
পারিশ্রমিকের অংকের বিচারে সুচিত্রা সেনকে ছাপিয়ে যেতে পারেননি তিনিও। কারণ ষাটের দশকে দাঁড়িয়ে সুচিত্রা যে পারিশ্রমিক নিতেন তার অর্থ মূল্য এই বাজারে অনায়াসে ৭০-৮০ লক্ষ টাকা ছাপিয়ে যাবে।
যতদূর জানা যায় ওই সময়ে একেকটি ছবির জন্য সুচিত্রা ৬০ থেকে ৭০ হাজার টাকা পারিশ্রমিক নিতেন। এটা ছিল সুচিত্রার অভিনয় জীবনের শুরুর দিকের পারিশ্রমিক।
এরপর তিনিই ইন্ডাস্ট্রির প্রথম তারকা হয়ে ওঠেন যিনি পারিশ্রমিক বাড়িয়ে ছবি কিছু এক লক্ষ টাকা করে দেন। ‘হার মানা হার’, ‘নবরাগ’ ছবির জন্য তিনি এক লক্ষ টাকা পারিশ্রমিক নিয়েছিলেন। ‘গৃহদাহ’ এবং ‘দত্তা’ ছবির জন্য নিয়েছিলেন ১ লক্ষ ২৫ হাজার টাকা।