সংক্ষিপ্ত

একত্রিত হতে চলেছে দুই বিনোদন সংস্থা। জি-এর সাথে মিশে গেল সোনি। বিনোদন জগতে আস্তে চলেছে নয়া চমক।  
 

একসূত্রে আবদ্ধ হলো বিনোদন জগতের দুই উজ্জ্বল সংস্থা সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া ও জি এন্টারটেনমেন্ট এন্টারপ্রাইজেস লিমিটেড। বর্তমানে জি টিভি, জি সিনেমাসহ একাধিক ব্র্যান্ড রয়েছে জি এন্টারটেনমেন্টের সাথে।  সোনি পিকচার্সের সঙ্গে মিশে যাওয়ায় সব ক্ষেত্রেই আস্তে চলেছে এক বিরাট বদল। 

আরও পড়ুন- দীপিকাকে নিয়ে বেজায় সমস্যা, স্কুল থেকে রয়েছে এই অভিযোগ, সংসার করতে গিয়ে সহমত হলেন রণবীরও

বুধবার জি-এর তরফ থেকে জানানো হয় যে চুক্তির পরে মালিকানা থাকছে সোনি পিকচার্সের অধীনে। জি এন্টারটেনমেন্টের সম্মতিতেই এই চুক্তি হয়েছে বলে জানা গিয়েছে। চুক্তি অনুযায়ী, সনি পিকচার্স ১৫৭ কোটি দলের বিনিয়োগ করতে চলেছেন, ফলত কোম্পানির ৫২.৯৩ % শেয়ার থাকছে সোনির হাতে এবং ৪৭.০৭ শেয়ার থাকছে জি-এর হাতে।  

আরও পড়ুন- ডিসেম্বরেই বাগদান, মনোবিদ বন্ধুকেই বিয়ে করছেন ঋতাভরী, প্রথমবার মুখ খুললেন সংবাদমাধ্যমে

এছাড়াও জি-এর তরফে জানানো হয়েছে, সোনি পিকচার্সের সঙ্গে চুক্তি কেবল আর্থিক সমঝোতায় নয়, দুই সংস্থা একত্রিত হয়ে তাদের প্রোগ্রাম স্ট্র্যাটেজি ও প্রোগ্রাম লাইব্রেরিকে ও আরও শক্তিশালী করতে চায়। নিজেদের কাজের অংশ তারা নিজেদের মতো করে ভাগ করে নেবে বলে ও জানানো হয়েছে। চুক্তির পর ও নতুন সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার ও ম্যানেজিং ডিরেক্টর  থাকছেন পুনিত গোয়েঙ্কা। 

আরও পড়ুন- ইশান হওয়ার পর কি পাল্টে যাচ্ছে লুক, নুসরতের নয়া ছবিতে তোলপাড় নেটপাড়া

উল্লেখ্য, জি-এর এন্টারটেনমেন্টসহ আর ও একটি চলতি সংস্থা হল জি মিডিয়া। তবে এক্ষেত্রে এই চুক্তি অনুসারে, সোনি পিকচার্সের সাথে কেবলমাত্র জি এন্টারটেনমেন্টেই যুক্ত হচ্ছে।  জি মিডিয়া একটি পৃথক সংস্থা হিসাবেই কাজ করবে।  এই চুক্তির সঙ্গে জি মিডিয়ার কোনো যোগাযোগ নেই বলেই জানানো হয়েছে। 

আরও পড়ুন- গোপনে চলত সহবাস, বউকে ভুলে পরস্ত্রী-র শরীরী নেশায় বুদ, পরকীয়ায় মজেছিলেন বলিউডের এই তারকারা