- Home
- Entertainment
- Bollywood
- ছবিতে ধরা পড়ল খান পরিবারের সঙ্গে সুরার সম্পর্কের রসায়ন, দেখে নিন আরবাজ-সুরার বিয়ের অদেখা ছবি
ছবিতে ধরা পড়ল খান পরিবারের সঙ্গে সুরার সম্পর্কের রসায়ন, দেখে নিন আরবাজ-সুরার বিয়ের অদেখা ছবি
- FB
- TW
- Linkdin
বলিউডের মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করলেন আরবাজ খান। সদ্য বিয়ের ছবি পোস্ট করে চমক দিয়েছে আরবাজ। বিয়ের দিন অর্পিতা খান, সলমন খান ও সোহেল খানের সঙ্গে পোজ দেন সুরা ও আরবাজ।
বিয়েতে সলমন উপস্থিত হয়েছিলেন শ্লেট রঙের পাঠান ড্রেসে। নতুন বউদির সঙ্গে ছবি তোলেন সলমন। তেমনই বিয়ের পর পার্টিতে সুরার সঙ্গে নাচতেও দেখা যায় ভাইজানকে।
ভাইরাল হওয়া আরবাজ-সুরার বিয়ের ভিডিও এবং স্টিল ফোটেতে খান পরিবারের সঙ্গে সুরার রসায়ন নজর কেড়েছে সকলের। সোহেল সঙ্গেও ভালোই সম্পর্ক রয়েছে সুরার। এদিন সোহেলকে সাদা শার্ট ও জিন্স পরে উপস্থিত হতে দেখা যায়।
আরবাজ খান ও সুরা খানের বিয়েতে উপস্থিত ছিলেন অতুল অগ্নিহোত্রী এবং আলভিরা। তাঁদের সঙ্গে পোজ দেন নব দম্পতি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই ছবি।
আরবাজের ছেলে আরহনের সঙ্গে বেশ ভালোই সম্পর্ক সুরার। তা বারে বারে ধরা পড়েছে। বাবার দ্বিতীয় বিয়েতে উপস্থিত ছিলে আরহন। কালো রঙের পোশাকে দেখা যায় তাঁকে। নতুন মায়ের সঙ্গে পোজ দিয়ে ছবিও তোলেন আরবাজ পুত্র।
বিয়ের পর হয়েছিল পার্টি। সেই পার্টিতে গান গাইতে দেখা যায় আরবাজ পুত্রকে। তেমে মস্ত মস্ত দো নয়ন গানে বাবা আরবাজের সঙ্গে গলা মেলায় আরহন। ভাইরাল হয়েছিল সেই ছবি।
বড়দিনের আগেই বড় চমক দিয়েছেন আরবাজ খান। বলিউডের নামজাদা মেকআপ আর্টিস্ট সুরা খানকে বিয়ে করেন আরবাজ। সুরার সঙ্গে আরবাজের প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরে চলছিল বলিউডে। এবার সাতপাকে বাঁধা পড়েন তারা।
৫৪ বছর বয়সে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন আরবাজ। ২০১৭ সালে মালাইকা আরোরার সঙ্গে বিচ্ছেদ হয় তাঁর। এবার ৪১ বছর বয়সী সুরাকে বিয়ে করেন অভিনেতা। বিয়েতে গোলাপী লেহেঙ্গাতে দেখা যায় সুরাকে। আর আরবাজ পরেছিলেন প্রিন্টেড কুর্তা।
আরবাজ ও সুরার বিয়েতে উপস্থিত ছিলেন অর্পিতা ও আয়ুশ শর্মা। প্রিন্টেড কুর্তায় দেখা যায় আয়ুশকে। তেমনই অর্পিতা পরেছিলেন নীল ও গোলাপী রঙের লেহেঙ্গা। একেবারে বিনা মেকআপে হাজির হন অর্পিতা।
পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন আরবাজ। বিয়েতে ছিলেন আরবাজের বাবা সেলিম খান, মা সালমা খন, হেলেন। বোন আলভির অগ্নিহোত্রী। এছাড়া ছিলেন, সলমন খান, আরবাজের ছেলে আরহান ও সোহেল খান-সহ আরও অনেকে।