সংক্ষিপ্ত
ছবির পোস্টার প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে বিবাদ। এক ব্যক্তি আইনি মামলা করেছেন ছবির বিরুদ্ধে।
প্রভাস-কৃতি শ্যানন অভিনীত আদিপুরুষ ছবির কথা সকলেরই জানা। ৫০০ কোটি বাজেটের এই ছবি মুক্তির আগেই জাড়ালো আইনি মামলায়। বিপাকে পড়ল আদিপুরুষ ছবির পুরো টিম। সদ্য প্রকাশ্যে এসেছে ছবির একটি নতুন পোস্টার। যেখানে দেখা যাচ্ছে, রাম লক্ষণ ও সীতা দাঁড়িয়ে রয়েছেন। তাদের সামনে হাত জোর করে বসে হনুমান। এই পোস্টার প্রকাশ্যে আসার পরই শুরু হয়েছে বিবাদ। এক ব্যক্তি আইনি মামলা করেছেন ছবির বিরুদ্ধে।
জানা গিয়েছে, মুম্বই হাইকোর্টের আইনজীবী আশিস রাউ ও পঙ্কজ মিশ্রের মাধ্যমে এই অভিযোগ দায়ের করেছেন সঞ্জয় দীননাথ তিওয়ারি। তিনি নিজেকে সনাতন ধর্মের প্রচারক বলে উল্লেখ করেছেন। তিনি ছবির নির্মাতা, অভিনেতা ও পরিচালকের বিরুদ্ধে আইনী মামলা করেছেন। মামলা করে হয়েছে সাকিনাকা থানায়।
মামলার অফিসিয়াল বিবৃতি অনুসারে, অভিযোগে বলা হয়েছে যে, চলচ্চিত্র নির্মাতা হিন্দু ধর্মীয় পাঠ্য রামচরিতমানস থেকে চলচ্চিত্র তৈরি করছেন। কিন্তু, তিনি চরিত্রে ভুল প্রদর্শন করছেন। অভিযোগ অনুসারে, হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ রামচরিতমানস থেকে মরিয়দা পুরুষোত্তম শ্রী রামের বায়োপিক নিয়ে তৈরি আদিপুরুষ। হিন্দু ধর্মে পবিত্র গ্রন্থ রামচরিতমানস একটি গুরুত্ব বহন করছে। সনাতন ধর্ম বহু যুগ ধরে এই পবিত্র গ্রন্থকে অনুসরণ করে আসছে। তাঁর দাবি, ছবির পোস্টারে ভগবান শ্রী রামের যে পোশাক দেখানো হয়েছে তা গ্রন্থে উল্লেখ নেই। রামায়ণ অনুসারে, পবিত্র সুতোর তৈরি পোশাক পরতেন তাঁরা। কিন্তু, পোস্টারে তা পরিবর্তন করা হয়েছে। এই নিয়ে চলছে বিতর্ক। এই কারণেই অভিনেতা ও ছবির বিরুদ্ধে মামলা দায়েক করেছেন সঞ্জয় দীননাথ তিওয়ারি।
তেলেগু সুপারস্টার প্রভাসকের ছবি নিয়ে ভক্তদের প্রত্যাশা থাকে সব সময় তুঙ্গে। তাঁর আসন্ন ছবি ‘আদিপুরুষ’ নিয়ে ভক্তদের উন্মাদনা চোখে পড়ছে সকলের। এই ছবিতে রামের অবতারে অভিনয় করতে দেখা দেবেন প্রভাসকে। সীতার চরিত্রে অভিনয় করেছেন কৃতী শ্যানন। রাবণের ভূমিকায় রয়েছে সইফ আলি খান। বড় বাজেটের এই ছবি মুক্তি পাবে চলতি বছরেই। আগে রামের জন্মদিনে মুক্তির কথা থাকলেও বর্তমানে সেই দিন পরিবর্তন হয়েছে। চলতি বছর জুন মাসে মুক্তি পাবে ছবিটি। তার আগে এমন আইনী মামলা চিন্তায় ফেলল ছবির পুরো টিমকে। মুক্তির আগে এত বিগ বাজেটের ছবি নিয়েই তৈরি হল বিতর্ক। মুক্তির আগেই বিপাকে পড়েছ ৫০০ কোটির ছবি।
আরও পড়ুন
New Song: এক সঙ্গে নাচলেন সলমন-রামচরণ-ভেঙ্কাটেশ, প্রকাশ্যে এল ইয়েনতাম্মা
কেন বাদ পড়েছিলেন মহেশ ভাট ও রাম গোপাল বর্মার ছবি থেকে, জানালেন শার্লিন চোপড়া