বলিউডে জোড় ধামাকা, আসছে ৭টি সিনেমা, দেখে নিন তালিকায় কোন কোন ছবি
আমির খান 'সিতারে জমিন পর' দিয়ে ফিরছেন! সিনেমাটি আইপিএল ২০২৫-এর পর, ৩০ মে মুক্তি পেতে পারে। আরও কোন সিনেমাগুলি মুক্তি পাবে, জানতে পড়ুন!
- FB
- TW
- Linkdin
)
কবে মুক্তি পাবে আমির খানের 'সিতারে জমিন পর'?
বলিউড হাঙ্গামার রিপোর্ট অনুযায়ী, আমির খানের 'সিতারে জমিন পর' আইপিএল ২০২৫ শেষ হওয়ার পরেই মুক্তি পাবে। আইপিএলের ফাইনাল হবে ২৫ মে। এর ৫ দিন পর ৩০ মে মুক্তি পেতে পারে সিনেমাটি।
'সিতারে জমিন পর'-এর আগে আসছে একগুচ্ছ সিনেমা...
২০২৫-এর বড় সিনেমাগুলির মুক্তি শুরু হবে ৩০ মার্চ থেকে। এ. আর. মুরুগডোস পরিচালিত সলমান খান, রশ্মিকা মান্দানা অভিনীত 'সিকান্দার' মুক্তি পাবে ৩০ মার্চ।
১০ এপ্রিল আসছে 'জাট'
দক্ষিণী পরিচালক গোপীচাঁদ মালিনেনি পরিচালিত সিনেমা 'জাট' মুক্তি পাবে ১০ এপ্রিল। সিনেমাটিতে সানি দেওল, রণদীপ হুডা, বিনীত কুমার সিং-এর মতো অভিনেতারা রয়েছেন।
১১ এপ্রিল মুক্তি পাবে 'ফুলে'
অনন্ত মহাদেবন পরিচালিত 'ফুলে' মুক্তি পাবে ১১ এপ্রিল। সিনেমাটিতে প্রতীক গান্ধী, অ্যালেক্স ও'নিল এবং দর্শিল সাফারির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি মহাত্মা জ্যোতিবা ফুলের বায়োপিক।
'কেসরি চ্যাপ্টার ২' আসছে ১৮ এপ্রিল
অক্ষয় কুমার অভিনীত 'কেসরি চ্যাপ্টার ২ : দ্য আনটোল্ড স্টোরি অফ লিয়াঁওয়ালা বাগ' মুক্তি পাবে ১৮ এপ্রিল। এটি আইনজীবী ও ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রাক্তন সভাপতি সি. চন্দ্রশেখর নায়ারের বায়োপিক।
২৫ এপ্রিল মুক্তি পাবে ইমরান হাশমির 'গ্রাউন্ড জিরো'
সম্প্রতি, এক্সেল এন্টারটেইনমেন্ট ঘোষণা করেছে যে ইমরান হাশমি অভিনীত 'গ্রাউন্ড জিরো' মুক্তি পাবে ২৫ এপ্রিল। সিনেমাটির পরিচালক তেজস বিজয় দেওস্কর।
অজয় দেবগণের 'রেড ২' আসবে ১ মে
অজয় দেবগণের সিনেমা 'রেড ২' মুক্তি পাবে ১ মে। রাজকুমার গুপ্ত পরিচালিত এই সিনেমাতে রীতেশ দেশমুখকে ভিলেনের চরিত্রে দেখা যাবে।
রাজকুমার রাওয়ের 'ভুল চুক মাফ' পিছিয়েছে!
রাজকুমার রাওয়ের 'ভুল চুক মাফ' প্রথমে ১০ এপ্রিল মুক্তি পাওয়ার কথা ছিল। তবে শোনা যাচ্ছে, অক্ষয় কুমারের 'কেসরি চ্যাপ্টার ২'-এর সঙ্গে সংঘর্ষ এড়াতে নির্মাতারা ৯ মে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২৩ মে মুক্তি পাচ্ছে টম ক্রুজের সিনেমা
২৩ মে মুক্তি পাবে টম ক্রুজ অভিনীত 'মিশন ইম্পসিবল : দ্য ফাইনাল রেকনিং'। সিনেমাটি পরিচালনা করেছেন ক্রিস্টোফার ম্যাককোয়ারি।