'সেলফি' তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়লেন অক্ষয় কুমার, শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়
অক্ষয় কুমার 'সেলফি' ছবির প্রোমোশনে মাত্র তিন মিনিটে ১৮৪ টি সেলফির তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব জয় করেছেন । অভিনেতার এই জয়ের জন্য শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
অ্যাকশন হিরো বলতেই একটাই নাম মাথায় আসে, তিনি হলেন অক্ষয় কুমার| এবার 'সেলফি' ঝড় তুলতে আসছেন অক্ষয় কুমার। অক্ষয় কুমারের আপকামিং ছবি ‘সেলফি’ নিয়ে ইতিমধ্যেই ভক্তদের উত্তেজনা তুঙ্গে | ছবিতে অক্ষয় কুমারের সঙ্গে ইমরান হাসমিকে দেখা যাবে | ছবির প্রোমোশন চলছে জোরকদমে | ছবিতেও যেমন চমক রয়েছে, তেমনই ছবির প্রোমোশনেও চমক দিচ্ছেন এই তারকা | বুধবার মুম্বইতে ভক্তদের সঙ্গে সাক্ষাতের সময় সেলফির জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভেঙেছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার | মাত্র তিন মিনিটে ১৮৪ টি সেলফির তুলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব জয় | অভিনেতার এই জয়ের জন্য শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা।
Read more Articles on