সংক্ষিপ্ত

হায়দরাবাদে 'পুষ্পা ২' ছবির প্রিমিয়ারে এক মহিলার মৃত্যুর ঘটনায় আল্লু অর্জুনের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত। তিনি আল্লুর ভক্ত হলেও, ঘটনাটিকে 'হতশাজনক' বলে মন্তব্য করেছেন। 

আল্লু অর্জুনের গ্রেফতারি এবং জামিন প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা। কদিন আগে হায়দরাবাদে পুষ্পা ২ ছবির প্রিমিয়ারে সময় এক মহিলা পদপিষ্ট হয়ে মারা যান। আল্লু অর্জুনকে দেখতে সেখানে ভিড় জমেছিল। ধাক্কাধাক্কিতে পড়ে যান তিনি। পরে পদপিষ্ট হয়ে প্রয়াত হন। এই ঘটনায় গ্রেফতার হলেন আল্লু অর্জুন। পরে যদিও জামিন পেয়েছেন। এই নিয়ে মন্তব্য করলেন কঙ্গনা।

কঙ্গনা বলেন, আল্লু অর্জুনের গ্রেফতারের ঘটনা সত্যিই খুব হতশাজনক। আমি আল্লুর খুব বড় ভক্ত আমি। তবুও বলতে চাই, মানুষের প্রাণ নিয়ে ছেলেখেলা নয়। তারকা হিসেবে আমাদের কিছু দায়িত্ব রয়েছে। সেটাকে এড়িয়ে যাওয়া উচিত নয়। তাই এই ঘটনার সঙ্গে জড়িত সবাই দোষী। শুধু আল্লু অর্জুন নয়।

আল্লুর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন মৃতার স্বামী। তিনি বলেন, মামলা তুলে নিতে প্রস্তুত আমি। আমি আল্লু অর্জুনের গ্রেফতার হওয়ার খবর জনতাম না। আর সেদিন পদপিষ্ট হয়ে আমার স্ত্রীর মৃত্যুর নেপথ্যে ওঁর তো কোনও হাত নেই। জানা গিয়েছে, মৃতার পরিবারকে নাকি তিনি ২৫ লক্ষ টাকাও দেওয়ার আশ্বাস দেন। আহত ছেলের চিকিৎসার দায়িত্ব বহন করেন সুপারস্টার।

এদিকে আদালতে স্বস্তি পেয়েছেন আল্লু। তেলেঙ্গানা হাইকোর্টের বিচারক জুব্বাদি শ্রীদেবী বলেন, পুষ্পা ২ দ্য রুলের প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনায় প্রাথমিকভাবে আল্লুকে দোষী বলে ধরে নেওয়া যায় না। কারণ, তিনি শুধু প্রিমিয়ার উপলক্ষেই সন্ধ্যা থিয়েটারে গিয়েছিলেন। তিনি একজন অভিনেতা। তাঁকে অধিকার থেকে বঞ্চিত করা যায় না। এই বিশ্বের একজন বাসিন্দা হিসেবে তাঁরও জীবন ও স্বাধীনতার অধিকার আছে। মৃতার পরিবারের প্রতি আদালতের সহানুভূতি আছে। তবে, আল্লুর জামিন পাওয়ার অধিকার আছে।