Adah Sharma: শ্যুটিংয়ের সময় সামলাতে হয়েছিল একটি শিশুকে, আতঙ্কিত ছিলেন আদা শর্মা

একেবারেই বাচ্চা সামলাতে পারেন না 'দ্য কেরালা স্টোরি' খ্যাত অভিনেত্রী আদা শর্মা। কিন্তু শ্যুটিংয়ের সময় তাঁকে একটি সদ্যোজাত শিশুকে সামলাতে হয়েছিল। তিনি শিশুটির কান্না থামানোর জন্য অনেক চেষ্টা করেন।

Share this Video

একেবারেই বাচ্চা সামলাতে পারেন না 'দ্য কেরালা স্টোরি' খ্যাত অভিনেত্রী আদা শর্মা। কিন্তু শ্যুটিংয়ের সময় তাঁকে একটি সদ্যোজাত শিশুকে সামলাতে হয়েছিল। সেই শিশুটির নাম শালিনী। সে শ্যুটিংয়ের গোলমাল, আলো, আওয়াজে বিরক্ত হচ্ছিল, ভয় পেয়ে যাচ্ছিল। কোনওরকমে তাকে সামলান আদা। তিনি শিশুটির কান্না থামানোর জন্য অনেক চেষ্টা করেন।

Related Video